ফেসবুকে বিজ্ঞাপন দেখে কম দামে শাঁখা পলা কিনতে গিয়ে এমনই সমস্যার সম্মুখীন হলেন বনগাঁর গৃহবধূ। কীভাবে সোশ্যাল মাধ্যমে লোক ঠকাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী তা না জানলে বুঝতেই পারবেন না। সোশ্যাল মাধ্যমে অ্যাকাউন্ট বানিয়ে ভুয়ো ব্যাবসায়ী প্রতিষ্ঠানের নাম লিখে কম দামে রকমারি চোখ ধাঁধানো জিনিসের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর ঠিক এমনই এক বিজ্ঞাপন দেখে বনগাঁর প্রতাপগড়ের বাসিন্দা গৃহবধূ মৌমিতা পাল খোয়ালেন বেশ কিছু টাকা।
advertisement
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য
জানা গিয়েছে, ফেসবুকে তিনি একটি শাখা পলার বিজ্ঞাপন দেখে, শাখা কেনার জন্য যোগাযোগ করেন। যোগাযোগ করার পর তাঁকে জানানো হয় প্রোডাক্ট ডেলিভারির আগেই পেমেন্ট করতে হবে। সেই মতো তাঁদের দেওয়া নম্বরে গুগল পে-র মাধ্যমে টাকা পাঠান মৌমিতা। এরপর, বেশ কিছুদিন কেটে গেলও অর্ডার দেওয়া শাখা বাড়িতে এসে না পৌঁছনোয় যোগাযোগ করা হয় ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে।
আরও পড়ুন: হাঁটা ভাল, কিন্তু হাঁটলেই হবে না! হাঁটার সময় এই ভুলগুলি করলে মারাত্মক ক্ষতি হতে পারে, জানুন
তারপরও বেশ কিছু সময় কেটে গেলেও অর্ডার দেওয়া পলা ডেলিভারি না পাওয়ায় অনলাইনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আর কোনও উত্তর মেলেনি। এরপরই ওই গৃহবধূ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। আর এভাবেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কিছু অসাধু ব্যবসায়ী মানুষ ঠকানোর কাজ করছেন বলেই অভিযোগ। তাই অনলাইনে জিনিস কেনাকাটির ক্ষেত্রে আজই সাবধান হন, না হলে এমন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকেও।
Rudra Narayan Roy
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F