পুলিশ সূত্রে জানা গিয়েছে, নওদা থানার পুলিশ নাকি চেকিং করার সময় কার্যত তাজ্জব বনে যায়। নদিয়া থেকে মুর্শিদাবাদের দিকে আসা একটি সাদা ইকো ভ্যানকে আটক করে তল্লাশি চালাতেই চমকে ওঠেন পুলিশ কর্মীরা! গাড়ি ভর্তি অনলাইন বাণিজ্যিক সংস্থার নানা ধরণের পার্সেল সামগ্রী পাওয়া যায়। কিন্তু সেগুলির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি গাড়িতে থাকা দুই ব্যক্তি। এতেই পুলিশের সন্দেহ তৈরি হয়।
advertisement
আরও পড়ুনঃ নির্বিচারে কাটা হচ্ছিল শতাব্দী প্রাচীন গাছ! প্রশাসনকে খবর দিতেই ঘুরে গেল ‘খেলা’! শান্তিপুরে যা ঘটল
পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ি, পার্সেল সামগ্রী ও দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পরবর্তীতে দু’জনকে গ্রেফতার করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রশিদুল বিশ্বাস ও সালমান মন্ডল। দু’জনেরই বাড়ি ডোমকল থানার বাগডাঙ্গার মুরারিপুর গ্রামে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃত দুই অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হয়। পুলিশের তরফে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।