এদিন সকালেই টাস্কফোর্সের সদস্যরা পৌঁছে যান দমদম নাগেরবাজারে। সেখানকার বাজারে হানা দিয়ে মূলত পেঁয়াজের দাম জানার চেষ্টা করেন। তার সঙ্গেই আলু আদা রসুন ও বাকি সব্জির অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা ক্রেতাদের সঙ্গে কথা বলেও তা জানার চেষ্টা করেন। এরপরেই তারা হানা দেন বাগুইআটি বাজারে। সেখানেও পিঁয়াজ থেকে শুরু করে সমস্ত সব্জির দামে চালান নজরদারি।
advertisement
আরও পড়ুন: প্রকাশ্যে আনলেন ‘হিসেব’, মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! বললেন ‘চ্যালেঞ্জ নিন’
টাস্কফোর্সের সদস্যরা জানান, মহারাষ্ট্র রাজস্থান থেকে আসা পিঁয়াজের উপরে আমাদের ভরসা করতে হয়। সেই পিঁয়াজের উপর কেন্দ্রীয় সরকার অতিরিক্ত রফতানি কর বসানোয়, ওই অঞ্চলের ব্যবসায়ীরা ধর্মঘট করছে। তার ফলে একটা সঙ্কট তৈরি হয়েছে, যা আগামী দশ পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করা হয়। প্রাইভেট পিঁয়াজ নেই, সবই সরকারি ।
আরও পড়ুন: ওজনেও দুর্নীতি, এবার রেশন দোকানে বসছে ‘এই’ যন্ত্র! ধরা পড়ে যাবে সব জোচ্চুরি
সেই পিঁয়াজ ৫০ টাকায় কিনে রিটেল মার্কেটে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় সেই পেঁয়াজ ১০০ টাকাতেও বিক্রি করা হচ্ছে। এটা হওয়া উচিৎ নয়। যারা এরকম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরতলির পাশাপাশি জেলাতেও এরকম অভিযান চালানো হবে বিভিন্ন বাজারে বলেই জানা গিয়েছে।
—– Rudra Narayan Roy