Scam in Ration Shop: ওজনেও দুর্নীতি, এবার রেশন দোকানে বসছে 'এই' যন্ত্র! ধরা পড়ে যাবে সব জোচ্চুরি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Scam in Ration Shop: ওজনের কারচুপি রুখতে এই যন্ত্র কার্যকরী হবে বলে মনে করছে খাদ্য দফতর।
কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে নজরে ওজনের হেরফের। এবার রেশনে তাই ই-ওয়েট মেশিন। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের ২০ হাজার দোকানেই এই মেশিন বসবে। ই-পস যন্ত্রের সাথে যুক্ত থাকবে এই ই-ওয়েট মেশিন। গ্রাহকের প্রাপ্য ওজনের কম পণ্য দিলেই বেরোবে না স্লিপ। যাবে না রেশন দেওয়ার তথ্য।খাদ্য ভবনের কন্ট্রোল রুমেও রেশন দেওয়া হয়েছে তার তথ্য আপলোড হবে না। ওজনের কারচুপি রুখতে এই যন্ত্র কার্যকরী হবে বলে মনে করছে খাদ্য দফতর।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ই-ওয়েট মেশিন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের ২০ হাজার ৪০০ দোকানে চলে যাবে৷ আপাতত বারো হাজার দোকানে পাঠানো হয়ে গিয়েছে৷ এই মেশিন পুরোপুরি ভাবে ই-পস মেশিনের সাথে সংযুক্ত থাকবে৷ কোনও গ্রাহক যখন রেশন তুলতে যাবেন। তিনি যখন আঙুলের ছাপ দেবেন৷ তখন সেই ব্যক্তি কত রেশন পাবেন তা নির্ধারিত হয়ে যায়৷ এই সময় তাকে তার প্রাপ্যের চেয়ে কম ওজনের খাদ্যদ্রব্য দিলেই ই-পস মেশিন তা গ্রহণ করবে না৷
advertisement
advertisement
ফলে ই-পস মেশিন থেকে স্লিপ বেরোবে না। এছাড়া গ্রাহকের কাছে রেশন যে তোলা হয়েছে তার কোনও এস এম এস যাবে না৷ এমনকি রাজ্যের খাদ্য দফতরের কন্ট্রোল রুমে নথিবদ্ধ হবে না যে ওই ব্যক্তি রেশন পেয়েছেন৷ ফলে মাসের শেষে রেশনের স্টক মেলাতে গেলেই বোঝা যাবে কোন ব্যক্তি রেশন নিয়েছেন৷ আর কতটা রেশন এখনও দোকানে রয়ে গিয়েছে৷ আর কম ওজন দিলে মেশিন তা ধরিয়ে দেবে৷
advertisement
ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে একাধিক জায়গায় এর ব্যবহার শুরু করা হয়েছে৷ আগামীদিনে রাজ্যের সব জায়গায় এর ব্যবহার হবে।প্রসঙ্গত বাকিবুর কান্ডে রেশন ডিলারদের সংগঠনের একটা বড় অংশের অভিযোগ ছিল, গ্রাহকদের প্রাপ্ত খাদ্যদ্রব্যে ওজনের হেরফের করা হত। কম খাদ্যদ্রব্য কৌশলে দেওয়া হত৷ আর বাকি অংশ বাইরে পাচার করা হত৷ তবে নয়া প্রক্রিয়ায় তা আটকানো সম্ভব হবে বলেই মনে করছে খাদ্য দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 11:30 AM IST