আরও পড়ুন: জাতীয় সড়কের করুণ দশা! হেলদোল নেই কেন্দ্রের, নিজস্ব তহবিল থেকেই রাস্তা মেরামতিতে তৎপর রাজ্য
কাজের মাঝেই হঠাৎ শর্ট সার্কিট হয়, ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাবিবুল্লা। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তরতাজা যুবকের এই মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে নেমে আসে শোকের ছায়া।
advertisement
আরও পড়ুন: সাংঘাতিক কাণ্ড! বর্ধমানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ৪ পরিবারের জীবনে বড় বিপর্যয়
কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। এই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে তাঁরা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত জানা যাবে বলে জানান তদন্তকারী আধিকারিকরা।






