গত কয়েক দিন ধরেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে দাপিয়ে বেরাচ্ছে হাতির দল। পঙ্গপালের মতো লোকালয়ে ঢুকে পড়েছে তারা। দাঁতালদের এই ভাবে লোকালয়ে ঢুকে পড়ে দাপিয়ে বেরানোয় আতঙ্কে ছিলেন গ্রামের মানুষজন। আর সেই আতঙ্কই এবার সত্যি হল।
advertisement
শুক্রবার বিকেলে ঘটল অঘটন। কাজে যাওয়ার পথে হাতির সামনে পড়ে প্রাণ হারালেন আখরাশোলের বাসিন্দা লালমোহন। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরিবারে নেমেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। এরপর মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তে জন্যে।
ভরা বর্ষার মরশুমে জঙ্গলে খাবারের আকাল দেখা দেয়। মাঠেও সে রকম কিছুই মেলে না। এদিকে জমিতে বিঘার পর বিঘা ধান। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। বৃহস্পতিবার ঝাড়গ্ৰামের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা-সহ বেশ কয়েকটি এলাকায় পাল পাল হাতির দেখা মেলে। প্রায় ৩০-৩৫ টির দাঁতাল দাপিয়ে বেড়ায় গোটা এলাকা। এদিন কোন অঘটন না ঘটলেও শুক্রবার রক্ষা হল না।