TRENDING:

পঙ্গপালের মতো লোকালয়ে ঢুকে পড়েছে তারা! আতঙ্কের মাঝেই ঘটল অঘটন! দাঁতালের হামলায় মৃত্যু

Last Updated:

Elephant Attack: ঝাড়গ্রামে ফের দাঁতালের দাপট। শুক্রবার হাতির হামলাতেই মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মানিকপাড়া এলাকার আখরাশলে। এলাকায় পাল পাল হাতির আনাগোনায় আতঙ্কে ঘুম উঠেছে স্থানীয় বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিংঃ ঝাড়গ্রামে ফের দাঁতালের দাপট। দিন কয়েক আগেই দল বেঁধে একটি হাতির দল ঢুকে পড়েছে ঝাড়গ্রামে। শুক্রবার হাতির হামলাতেই মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মানিকপাড়া এলাকার আখরাশলে। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম লালমোহন মাহাতো।
ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু এক ব্যক্তির
ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু এক ব্যক্তির
advertisement

গত কয়েক দিন ধরেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে দাপিয়ে বেরাচ্ছে হাতির দল। পঙ্গপালের মতো লোকালয়ে ঢুকে পড়েছে তারা। দাঁতালদের এই ভাবে লোকালয়ে ঢুকে পড়ে দাপিয়ে বেরানোয় আতঙ্কে ছিলেন গ্রামের মানুষজন। আর সেই আতঙ্কই এবার সত্যি হল।

আরও পড়ুনঃ স্ট্রেচারের জন্য ২০০ টাকা! সরকারি হাসপাতালে দালালদের ‘দাদাগিরি’! মরছে রোগী, কাঠগড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল

advertisement

শুক্রবার বিকেলে ঘটল অঘটন। কাজে যাওয়ার পথে হাতির সামনে পড়ে প্রাণ হারালেন আখরাশোলের বাসিন্দা লালমোহন। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরিবারে নেমেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। এরপর মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তে জন্যে।

আরও পড়ুনঃ পুজোয় বিরিয়ানি খেয়ে মৃত্যু! নাকি পরিকল্পিত খুন! BLRO কর্মীর আকস্মিক প্রয়াণে পরিবারের বিস্ফোরক অভিযোগ

advertisement

ভরা বর্ষার মরশুমে জঙ্গলে খাবারের আকাল দেখা দেয়। মাঠেও সে রকম কিছুই মেলে না। এদিকে জমিতে বিঘার পর বিঘা ধান। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। বৃহস্পতিবার ঝাড়গ্ৰামের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা-সহ বেশ কয়েকটি এলাকায় পাল পাল হাতির দেখা মেলে। প্রায় ৩০-৩৫ টির দাঁতাল দাপিয়ে বেড়ায় গোটা এলাকা। এদিন কোন অঘটন না ঘটলেও শুক্রবার রক্ষা হল না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঙ্গপালের মতো লোকালয়ে ঢুকে পড়েছে তারা! আতঙ্কের মাঝেই ঘটল অঘটন! দাঁতালের হামলায় মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল