দুর্ঘটনার জেরে যান চলাচলে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোনা ট্রাফিক পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিছুদিন আগে জাতীয় সড়কের নিবড়ায় সন্ধ্যায় ১৬ নম্বর জাতীয় সড়কে এক মহিলা যাত্রী বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। দুরন্ত গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর আবারও দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ: ওডিআই দল থেকে বাদ পন্থ! কে পাচ্ছে জায়গা? লড়াইয়ে একাধিক তারকা
দুর্ঘটনা স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, ১৬ নম্বর জাতীয় সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা জানায় জনবহুল এলাকার মধ্য দিয়ে ব্যস্ত সড়ক। তাদের অভিযোগ এলাকায় পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করা ও নিরাপদ পথ পারাপারের ব্যবস্থা না থাকায় সমস্যা বাড়ছে। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।






