প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে নামাজ পড়তে গিয়েছিলেন স্হানীয় একটি মসজিদে। আর সেখান থেকে নামাজ পড়ে দু’জন একসঙ্গে চায়ের দোকানের দিকে যাওয়ার সময়ে একটি মাছের গাড়ি তীব্র গতিতে গিয়ে সরাসরি ধাক্কা মেরে পালিয়ে যায়। যার কারণেই ঘটনাস্থলেই পড়ে মৃত্যু হয় নামাজী মন্ডল নামে এক বৃদ্ধের।
আরও পড়ুন: মোবাইল ছেড়ে ফুটবল খেলায় মাতল খড়গ্রাম
advertisement
বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে রয়েছে নামাজী। ঘটনার পর পলাতক হয়ে যান ঘাতক গাড়ির চালক।ঘটনার জেরে গাড়ির চালককে গ্রেফতারের প্রতিবাদে গ্রামবাসীরা মধুবনা থেকে জলঙ্গি রাজ্য সড়কের উপরে দেহ রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।অন্যদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে গ্রামে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।
কৌশিক অধিকারী