TRENDING:

'ক্ষ্যাপার পরশপাথরের' ছোঁয়ায় সম্পূর্ণ ভোলবদল! এমন মেকওভার কল্পনাতীত, কী এমন করে দেখাল বাঁকুড়ার 'এই' কলেজ পড়ুয়ারা?

Last Updated:

Bankura Social Work: 'ক্ষ্যাপা খুঁজে বেড়ায় পরশপাথর', সেই পরশপাথর হয়ে এল বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট। পুজোয় করে দেখাল কিছু কামাল। যাদের মাথার ওপর ছাদ নেই, তাদেরকে দেওয়া হল একটি মেকওভার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলিয়াতোড়, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পুজোর আগে এমন মানবিক কাজ। আগে কখনও দেখেননি কেউ। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট এবারও পুজোয় করে দেখাল কিছু কামাল। যাদের মাথার ওপর ছাদ নেই, তাদেরকে দেওয়া হল একটি মেকওভার।
advertisement

পথে আশ্রয় নেওয়া এক ব্যক্তিকে সম্পূর্ণ মেকওভার দিল এই ইউনিট। দেখলে অবাক হবেন কী ভাবে হয়েছে এই কাজ। প্রথমে সেই ব্যক্তিকে ভাল করে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় কলেজে। চুলে জটা পড়ে গিয়েছে, বহুদিন জলের স্পর্শ পায়নি, সেটা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুনঃ উৎসবের আনন্দ স্পর্শ করে না ‘তাঁদের’! জীবিকার টানে দুর্গম জঙ্গলে তাঁবুতে দিনযাপন, একফোঁটা রসে তৈরি হবে সুস্বাদু ‘সেই’ খাবার

advertisement

ভাল করে স্নান করিয়ে, চুলদাড়ি কেটে একেবারে চকচক করছেন তিনি। অবশেষে দেওয়া হল নতুন জামা উপহার। এমনটাই তো সবাই চায়, এমন সুশীল সমাজ গড়তেই চেয়েছিলেন বিদ্যাসাগর থেকে নেতাজি। বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজ সেই কাজ করে দেখাচ্ছে। কলেজের এনএসএস ইউনিট-এর সদস্য হারাধন কর্মকার জানিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এমনটাই বলেছিলেন বিবেকানন্দ।

advertisement

View More

আরও পড়ুনঃ কেবল কল্যাণী আইটিআই নয়, আরও একটি মণ্ডপ চমকে ভরা! রজত জয়ন্তীতে নদিয়ার ‘এই’ ক্লাব আকর্ষণের কেন্দ্রবিন্দু, না দেখলে মিস

পুজোর আগে প্রতিটা মানুষ আনন্দ করুক। পুজোটাতে প্রত্যেকেই একটু ভালবাসা চায়। সেই কারণেই এমন কাজ করেছে এনএসএস ইউনিট। পুজোর আগে বহু সমাজ সচেতনতামূলক কাজ করছে এই কলেজ এবং তার এনএসএস ইউনিট। এর আগে বাঁকুড়ার পর্যটনকেন্দ্র কোড়ো পাহাড় পরিষ্কার করে তাক লাগিয়েছে তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অভাবেও আটকাবে না শিক্ষা, পাঁশকুড়ার এই যুবকের কাজ জানলে অবাক হবেন আপনিও!
আরও দেখুন

এবার চিন্তা ভাবনা আরও মৌলিক। সরাসরি ভালবাসার দূত কিংবা ক্ষ্যাপার পরশপাথর হয়ে পুজোর আগে একজন মানুষকে দিশা দেখাল যামিনী রায় কলেজ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ক্ষ্যাপার পরশপাথরের' ছোঁয়ায় সম্পূর্ণ ভোলবদল! এমন মেকওভার কল্পনাতীত, কী এমন করে দেখাল বাঁকুড়ার 'এই' কলেজ পড়ুয়ারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল