পথে আশ্রয় নেওয়া এক ব্যক্তিকে সম্পূর্ণ মেকওভার দিল এই ইউনিট। দেখলে অবাক হবেন কী ভাবে হয়েছে এই কাজ। প্রথমে সেই ব্যক্তিকে ভাল করে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় কলেজে। চুলে জটা পড়ে গিয়েছে, বহুদিন জলের স্পর্শ পায়নি, সেটা বোঝাই যাচ্ছে।
advertisement
ভাল করে স্নান করিয়ে, চুলদাড়ি কেটে একেবারে চকচক করছেন তিনি। অবশেষে দেওয়া হল নতুন জামা উপহার। এমনটাই তো সবাই চায়, এমন সুশীল সমাজ গড়তেই চেয়েছিলেন বিদ্যাসাগর থেকে নেতাজি। বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজ সেই কাজ করে দেখাচ্ছে। কলেজের এনএসএস ইউনিট-এর সদস্য হারাধন কর্মকার জানিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এমনটাই বলেছিলেন বিবেকানন্দ।
পুজোর আগে প্রতিটা মানুষ আনন্দ করুক। পুজোটাতে প্রত্যেকেই একটু ভালবাসা চায়। সেই কারণেই এমন কাজ করেছে এনএসএস ইউনিট। পুজোর আগে বহু সমাজ সচেতনতামূলক কাজ করছে এই কলেজ এবং তার এনএসএস ইউনিট। এর আগে বাঁকুড়ার পর্যটনকেন্দ্র কোড়ো পাহাড় পরিষ্কার করে তাক লাগিয়েছে তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার চিন্তা ভাবনা আরও মৌলিক। সরাসরি ভালবাসার দূত কিংবা ক্ষ্যাপার পরশপাথর হয়ে পুজোর আগে একজন মানুষকে দিশা দেখাল যামিনী রায় কলেজ।