জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা কাতারে কাতারে ভিড় করেন এই পুজোয়। বিরাট বড় মাঠের মধ্যে এই পুজো হয়। বসে মেলা। আট থেকে আশি সকলেই ভিড় করে এই পুজোয়। প্রত্যেক বছরই তাদের পুজোর থিমের মধ্যে থাকে দুর্দান্ত কিছু চমক। এবছর সার্বজনীন পুজোর মধ্যে দিয়েও সাবেকিয়ানার ছাপ ফুটিয়ে তুলেছেন তারা।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক এলাকাতেও বিগ বাজেটের পুজো! বাড়ি বসেই ঘুরে দেখুন এক ক্লিকে
advertisement
এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক গোপাল দাস বলেন, অন্যান্য বছরগুলির মত এ বছরও মানুষের ঢল ও উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মত। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের আগমন হতে দেখা যাচ্ছে। সার্বজনীন পুজো হলেও সবকিছুর মধ্যেই সাবেকিয়ানাকে তুলে ধরা হয়েছে। ৬২’তম বর্ষে জমজমাট তাদের পুজো।
এ বিষয়ে মণ্ডপে আসা দর্শনার্থীরা বলেন, প্রত্যেক বছরই তারা এই পুজো দেখতে আসেন। অনেকেই এখানে ভিড় করেছেন। খুবই মজা করছেন তারা। শহরের অন্যতম জনপ্রিয় পুজো এটি। উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্টেশনপাড়া ডাকবাংলো দুর্গাপুজো পুরুলিয়া শহরের অন্যতম জনপ্রিয় পুজো। এই পুজো উপলক্ষে প্রতি বছরই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই প্রাঙ্গণে। এ বছরও মানুষের ব্যাপক ঢল রয়েছে।