TRENDING:

Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে চেন্নাই এক্সপ্রেস! রিয়েল নয়, রিল ফুটে উঠেছে শিল্পীর হাতে

Last Updated:

গ্রামের সবকটি না হলেও অধিকাংশ বাড়িই মাটির তৈরি। মাটির বাড়িগুলির দেওয়ালে আদিবাসী রীতি মেনে আঁকা আছে রঙিন ছবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: প্রত্যন্ত শিউলিবোনা গ্রামে চেন্নাই এক্সপ্রেস? তাও আবার বাঁকুড়ায়! ব্যাপারটা কি? বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে আস্ত এক্সপ্রেস ট্রেন এল কীভাবে? তাহলে শুনুন পুরোটা। পাহাড়ের নিচে ছবির মত গ্রাম শিউলিবোনা। বাঁকুড়ায় যারা ঘুরতে আসেন সেই সমস্ত পর্যটকরা কমবেশি এই গ্রামকে নিজেদের ‘উইশ লিস্ট’-এ রাখেন। আদিবাসী অধ্যুষিত এই গ্রাম থেকেই দেখা যায় শুশুনিয়া পাহাড়। এই গ্রামে সূর্য ওঠে পাহাড়ের বিপরীতে এবং সূর্য অস্ত যায় পাহাড়ের কোলে। প্রাকৃতিক এবং আঞ্চলিক সৌন্দর্য ছাড়াও শিউলিবোনার একটি অন্য বিশেষত্ব আছে।
advertisement

আরও পড়ুন: দাদার সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া, চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার!

গ্রামের সবকটি না হলেও অধিকাংশ বাড়িই মাটির তৈরি। মাটির বাড়িগুলির দেওয়ালে আদিবাসী রীতি মেনে আঁকা আছে রঙিন ছবি। কোথাও ফুল, বাগান, পশু-পাখি আবার কোথাও শিকারের গল্প। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল আস্ত একটি ট্রেন। একটি মাটির বাড়ির পুরো দেওয়ালজুড়ে আঁকা আছে একটি ট্রেনের ছবি। বড় বড় করে ইংরেজি হরফে লেখা ‘চেন্নাই এক্সপ্রেস’। শীতের শিউলিবোনার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই চেন্নাই এক্সপ্রেস।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শোনা যায় বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের আদিবাসী অধ্যুষিত এই গ্রামে একসময় প্রবল জল কষ্ট ছিল‌। যাতায়াতের সমস্যাও ছিল মারাত্মক। আদিবাসী শিশুরা পেত না পর্যাপ্ত শিক্ষার সুযোগ। কিন্তু এক সাধক পর্ণ কুঠির তৈরি করে শিউলিবোনা গ্রামে বসবাস শুরু করেন। গ্রামবাসীরা তাঁকে ‘জহার ধাতরী বাবা’ বলে ডাকতেন। তাঁর আসার পর থেকেই গ্রামের রূপ পরিবর্তন হতে শুরু করে। তৈরি হয়েছে রাস্তা, দূর হয়েছে জলকষ্ট এবং তৈরি হয়েছে ‘মিলনমেলা’ নামে একটি বিদ্যালয়। বর্তমানে শিউলিবোনা গ্রাম ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে দেওয়াল অঙ্কন যেন ‘চেরি অন দ্য টপ’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে চেন্নাই এক্সপ্রেস! রিয়েল নয়, রিল ফুটে উঠেছে শিল্পীর হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল