আরও পড়ুন: দাদার সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া, চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার!
গ্রামের সবকটি না হলেও অধিকাংশ বাড়িই মাটির তৈরি। মাটির বাড়িগুলির দেওয়ালে আদিবাসী রীতি মেনে আঁকা আছে রঙিন ছবি। কোথাও ফুল, বাগান, পশু-পাখি আবার কোথাও শিকারের গল্প। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল আস্ত একটি ট্রেন। একটি মাটির বাড়ির পুরো দেওয়ালজুড়ে আঁকা আছে একটি ট্রেনের ছবি। বড় বড় করে ইংরেজি হরফে লেখা ‘চেন্নাই এক্সপ্রেস’। শীতের শিউলিবোনার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই চেন্নাই এক্সপ্রেস।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শোনা যায় বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের আদিবাসী অধ্যুষিত এই গ্রামে একসময় প্রবল জল কষ্ট ছিল। যাতায়াতের সমস্যাও ছিল মারাত্মক। আদিবাসী শিশুরা পেত না পর্যাপ্ত শিক্ষার সুযোগ। কিন্তু এক সাধক পর্ণ কুঠির তৈরি করে শিউলিবোনা গ্রামে বসবাস শুরু করেন। গ্রামবাসীরা তাঁকে ‘জহার ধাতরী বাবা’ বলে ডাকতেন। তাঁর আসার পর থেকেই গ্রামের রূপ পরিবর্তন হতে শুরু করে। তৈরি হয়েছে রাস্তা, দূর হয়েছে জলকষ্ট এবং তৈরি হয়েছে ‘মিলনমেলা’ নামে একটি বিদ্যালয়। বর্তমানে শিউলিবোনা গ্রাম ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে দেওয়াল অঙ্কন যেন ‘চেরি অন দ্য টপ’।
নীলাঞ্জন ব্যানার্জি