East Bardhaman News: দাদার সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া, চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার!

Last Updated:

স্মার্টফোন করাল ব্যাধির মত সমাজের বুকে চেপে বসেছে। একটা গোটা প্রজন্ম যেন স্মার্টফোনের স্ক্রিনের ওপর বুঁদ হয়ে আছে। তা বলে চতুর্থ শ্রেণির পড়ুয়ার এমন পথ বেছে নেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মানছেন মনোবিদরা

পূর্ব বর্ধমান: মোবাইল ফোন নিয়ে দাদার সঙ্গে ঝগড়া। আর তার জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল চতুর্থ শ্রেণির পড়ুয়া! এমনই চমকে দেওয়া ঘটনা ঘটেছে পূর্বস্থলীতে। গোটা ঘটনায় হতভম্ব বছর আটেকের শিশুটির পরিবার। জানা গিয়েছে শিশুটি যখন আত্মঘাতী হয় সেই সময় বাড়িতে কেউ ছিল না।
স্মার্টফোন করাল ব্যাধির মত সমাজের বুকে চেপে বসেছে। একটা গোটা প্রজন্ম যেন স্মার্টফোনের স্ক্রিনের ওপর বুঁদ হয়ে আছে। লেখাপড়া, খেলাধুলো, কাজকর্ম ভুলে সবসময় রিল দেখছে আর নিজেদের নানান রকম ভিডিও শুট করছে। স্মার্টফোন না পেয়ে কিশোর-কিশোরী বা যুবক-যুবতীদের মধ্যে আত্মঘাতী হওয়ার ঘটনার নতুন নয়। কিন্তু তা বলে চতুর্থ শ্রেণির পড়ুয়ার এমন পথ বেছে নেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মানছেন মনোবিদরা।
advertisement
advertisement
পূর্বস্থলী-২ ব্লকের কালেখাতলা-১ পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত শিশুদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সে এলাকার মল্লিকপাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত রবিবার তার তার মা-বাবা বাড়িতে ছিল না। সেই সময় স্মার্টফোন নিয়ে বয়সে কিছুটা বড় দাদার সঙ্গে তার ঝগড়া হয়। এরপর দুপুরে ঘর থেকে ওই শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তড়িঘড়ি পরিবারের লোকেরা শিশুটিকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীরাও জানিয়েছেন, ওইদিন সকালে দাদার সঙ্গে স্মার্টফোন নিয়ে শিশুটির ঝগড়া হয়েছিল। এরপরই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দাদার সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া, চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement