TRENDING:

Panihati Councillor Murder: ট্রেনের টিকিটে মিলল সূত্র, কাউন্সিলর অনুপম দত্তর হত্যাকাণ্ডে ধৃত আরও ১

Last Updated:

গত রবিবার সন্ধ্যায় আগরপাড়ায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত (Panihati Councillor Murder)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যারাকপুর: পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta Murder) হত্যার ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনায় ধৃত শম্ভু পণ্ডিতের মাসতুতো ভাই সঞ্জীব পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগরপাড়ার বাসিন্দা ধৃত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত সক্রিয় বিজেপি কর্মী৷ তিনি সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা৷
নিহত কাউন্সিলর অনুপম দত্ত৷
নিহত কাউন্সিলর অনুপম দত্ত৷
advertisement

গত রবিবার সন্ধ্যায় আগরপাড়ায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই হত্যাকাণ্ডের পরদিনই অনুপম দত্তকে গুলি চালনায় অভিযুক্ত শ্যুটার শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ধৃত শম্ভু পণ্ডিতকে জেরা করে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া ট্রেনের টিকিটের সূত্র ধরে পূর্ব বর্ধমানের কালনার সিমলান ও আগ্রাহাটি গ্রামে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও খড়দহ থানার বিশেষ দল৷ সেখান থেকে শম্ভু পণ্ডিতের মাসির ছেলে সঞ্জীব ও প্রসেনজিৎ পণ্ডিতকে আটক করে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: জেলায় ঘুরতে হবে পুলিশকর্তাদের, দোলেও থাকতে হবে সাবধান, নির্দেশ মুখ্যসচিবের

দু' জনকে আটক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুরের দফতরে নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর পরেই সঞ্জীব পণ্ডিতকে গ্রেফতার করা হয়৷ জানা গিয়েছে, সঞ্জীব পণ্ডিত আগে পানিহাটি পুরসভায় ঠিকাদারির কাজ করত৷ যদিও এখন সে আর ওই কাজ করে না৷

advertisement

আরও পড়ুন: তবে কি 'কাকা ভাইপো'র বিবাদ মিটল? আশায় বুক বাঁধছে তৃণমূল!

এ দিকে নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, পুলিশি তৎপরতায় তিনি খুশি হলেও এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও মাথা রয়েছে বলেই তিনি মনে করেন৷ এলাকার পরিত্যক্ত মাঠ দখলকে কেন্দ্র করেই তাঁর স্বামীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ মীনাক্ষীদেবীর৷ সিআইডি তদন্তেও আস্থা রাখছেন নিহত কাউন্সলিরের স্ত্রী৷

advertisement

অনুপম দত্তের হত্যার ঘটনার প্রতিবাদে এ দিন পানিহাটিতে মোমবাতি মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ মিছিলে হাঁটেন মীনাক্ষীদেবীও৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Arun Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panihati Councillor Murder: ট্রেনের টিকিটে মিলল সূত্র, কাউন্সিলর অনুপম দত্তর হত্যাকাণ্ডে ধৃত আরও ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল