এদিন গভীর রাতে আর তাঁর ভাগ্য সহায় থাকেনি। অভিযোগ, এক বাড়ির বাইরে লাগানো বৈদ্যুতিক মিটার খুলে নেওয়ার সময় কয়েকজন গ্রামবাসী সন্তুকে ধরে ফেলেন। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় দু’টি মিটার, একটি লোহার রড এবং একটি ধারালো অস্ত্র।
আরও পড়ুনঃ চলাফেরা, কানে শোনা, কথা বলায় সমস্যা! তবুও হার মানেননি, বীরবলের কাহিনী জানলে স্যালুট করবেন
advertisement
স্থানীয়দের দাবি, সন্তু দিনে ইলেকট্রিক অফিসের ঠিকাদারের অধীনে কাজ করতেন। বিদ্যুৎ সংযোগের খুঁটিনাটি সেই জ্ঞানই রাতে চুরির কাজে লাগাত। কিন্তু এদিন তিনি ধরা পড়ে যান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষুব্ধ গ্রামবাসীরা বৈদ্যুতিক পোস্টের সঙ্গে সন্তুকে বেঁধে রাখেন এবং গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার ও গ্রেফতার করে। বর্তমানে তিনি বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসীদের একটাই মন্তব্য- ‘বিদ্যুৎ আসুক বা না আসুক, এই চোর যেন আর ফিরে না আসে’। ঘটনার পর গ্রামে যেন স্বস্তির হাওয়া বইছে। অনেকেই মজা করে বলছেন, ‘এবার হয়ত স্ট্রিট লাইটও নিশ্চিন্তে রাত কাটাবে’।