চলাফেরা, কানে শোনা, কথা বলায় সমস্যা! তবুও হার মানেননি, বীরবলের কাহিনী জানলে স্যালুট করবেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
চারপাশের সমাজ যখন শুধুই সীমাবদ্ধতা দেখেছে তখন পুরুলিয়ার বরাবাজারের এই যুবক দেখেছেন স্বপ্ন, লক্ষ্য আর অদম্য লড়াইয়ের পথ
পুরুলিয়া, শান্তনু দাসঃ ২৫ বছর বয়সি বীরবল হেমব্রম। জন্ম থেকেই ৯০% বিশেষভাবে সক্ষম। কানে ঠিকমতো শুনতে পান না, ভালভাবে চলাফেরা করতে পারেন না, কথা বলতে গিয়েও পড়তে হয় সমস্যায়। কিন্তু শরীরের শত প্রতিবন্ধকতা তাঁকে থামিয়ে রাখতে পারেনি। চারপাশের সমাজ যখন শুধুই সীমাবদ্ধতা দেখেছে তখন পুরুলিয়া জেলার বরাবাজারের আদিবাসী সম্প্রদায়ের এই যুবক দেখেছেন স্বপ্ন, লক্ষ্য আর অদম্য লড়াইয়ের পথ।
সম্প্রতি লালপুর মহাত্মা গান্ধি কলেজ থেকে অনার্স বিভাগে স্নাতক পরীক্ষায় চমৎকার ফলাফল করে বীরবল প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে কোনও প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। তাঁর পরবর্তী লক্ষ্য, একজন WBCS অফিসার হওয়া। যুবকের বিশ্বাস, প্রশাসনের একজন প্রতিনিধি হিসেবে তিনি সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারবেন। তাঁর মতো হাজারও বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়াতে পারবেন। বীরবল আজ নিজ গুণে তাঁর কলেজের বন্ধুবন্ধুবান্ধবদের কাছে অনুপ্রেরণা। ৯০% বিশেষভাবে সক্ষম হওয়ার পরেও তাঁর হার না মানা এই সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে সকলে।
advertisement
আরও পড়ুনঃ আম, আপেল, কুল, আরও কত কী…! সন্তানস্নেহে ‘ওদের’ বড় করেছেন মেদিনীপুরের দম্পতি
শুধু তাই নয়, বীরবল এখন তাঁর কলেজের শিক্ষক-শিক্ষিকাদেরও গর্ব। কলেজের অধ্যাপক রাহুল চক্রবর্তী জানান, ‘৯০% বিশেষভাবে সক্ষম হওয়ার পরেও বীরবলের এই জেগে ওঠার ইচ্ছে আমাদের সকলের কাছে একটা অনুপ্রেরণা। সবচেয়ে বড় বিষয় বীরবলের WBCS অফিসার হওয়ার ইচ্ছেটা। বীরবলের চমৎকার রেজাল্টের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবন্ধকতা মানেই থেমে যাওয়া নয়। বীরবলের মতো যোদ্ধারা বার বার প্রমাণ করেন, স্বপ্ন, লক্ষ্য আর অদম্য লড়াই- শরীরের শত প্রতিবন্ধকতাকেও হার মানাতে পারে। বীরবলের মতো যোদ্ধারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, শারীরিক উচ্চতা যতই কম থাকুক না কেন লক্ষ্য যদি উঁচু হয় সেখানেও একদিন পৌঁছনো সম্ভব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 10:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চলাফেরা, কানে শোনা, কথা বলায় সমস্যা! তবুও হার মানেননি, বীরবলের কাহিনী জানলে স্যালুট করবেন