ঝড়ে বারোঘরিয়া এলাকায় মৃত্যু হয়েছে ৮৫ বছরের বৃদ্ধা খাগরীশ্বরী সিংহের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড়ের সময় ঘরের উপর আমগাছ পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্থ চাষের জমি। বর্তমানে ভুট্টা, শসা, ঢেঁড়স-সহ একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তবে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দীপান্বিতা বর্মন।
advertisement
তিনি জানান, পন্ডিত পোতা ১, পন্ডিত পোতা ২-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন গ্রাম গ্রামগুলিতে ঘুরছি এবং জেলায় রিপোর্ট পাঠিয়েছি। বিভিন্ন দফতর কাজে নেমেছে। ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি, লন্ডভন্ড এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েত, পন্ডিতপোতা ১ ও পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু করা হয়েছে।
পিয়া গুপ্তা