TRENDING:

Weather: উপড়ে গেল গাছ-বিদ্যুতের খুঁটি! সাতসকালে তুমুল ঝড়ে তছনছ! ইসলামপুরে ভয়ঙ্কর কাণ্ড, গাছ ভেঙে মৃত্যু

Last Updated:

Weather Death: সকাল থেকে শুরু ঝড়ে একাধিক জায়গায় প্রভাব পড়েছে। কোথাও গাছ ভেঙে পড়েছে, কোথাও আবার বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, কোথাও ইলেকট্রিকের পোল পড়ে গিয়েছে। একাধিক ক্ষয়ক্ষতি বিধ্বংসী এই ঝড়ে, বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট গোলাপাড়া-সহ বিভিন্ন এলাকায় বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়েছে বাড়িঘর গাছপালা, কৃষকদের ফসল। সকাল থেকে শুরু ঝড়ে একাধিক জায়গায় প্রভাব পড়েছে। কোথাও গাছ ভেঙে পড়েছে, কোথাও আবার বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, কোথাও ইলেকট্রিকের পোল পড়ে গিয়েছে। একাধিক ক্ষয়ক্ষতি বিধ্বংসী এই ঝড়ে, বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়েছে।
advertisement

ঝড়ে বারোঘরিয়া এলাকায় মৃত্যু হয়েছে ৮৫ বছরের বৃদ্ধা খাগরীশ্বরী সিংহের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড়ের সময় ঘরের উপর আমগাছ পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্থ চাষের জমি। বর্তমানে ভুট্টা, শসা, ঢেঁড়স-সহ একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তবে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দীপান্বিতা বর্মন।

advertisement

আরও পড়ুনঃ গ্রামের প্রতি কোণা থেকে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা, একান্তে সময় কাটাতে একেবারে অচেনা পাহাড়ি এই হ্যামলেটই আদর্শ

তিনি জানান, পন্ডিত পোতা ১, পন্ডিত পোতা ২-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন গ্রাম গ্রামগুলিতে ঘুরছি এবং জেলায় রিপোর্ট পাঠিয়েছি। বিভিন্ন দফতর কাজে নেমেছে। ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি, লন্ডভন্ড এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েত, পন্ডিতপোতা ১ ও পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু করা হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather: উপড়ে গেল গাছ-বিদ্যুতের খুঁটি! সাতসকালে তুমুল ঝড়ে তছনছ! ইসলামপুরে ভয়ঙ্কর কাণ্ড, গাছ ভেঙে মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল