জানা যায় এদিন পাঁশকুড়া ঘাটাল রাস্তার কেশাপাট এলাকায় ঘাটালের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে ট্রাক। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইকে। বাইক আরোহী বাইক সমেত ছিটকে পড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে। প্রাইভেট গাড়িটিতে ছিলেন ঘাটাল হাসপাতালে কর্মরত ডাক্তার সুদীপ্ত ঘাটা। তিনি এদিন হাসপাতালে ডিউটি দিতে যাচ্ছিলেন। গাড়ি তিনি নিজেই চালিয়ে যাচ্ছিলেন।
advertisement
ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। জানা যায় বাইক আরোহী পূর্ব মেদিনীপুর জেলার যশোরের বাসিন্দা গনেশ পাত্র। স্থানীয় বাসিন্দা ও পাঁশকুড়া থানা পুলিশের সহায়তায় চিকিৎসক ও বাইক আরোহী গনেশ পাত্রকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকেরা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কা জনক অবস্থায় ঘাটাল হাসপাতালের চিকিৎসা শুরু হয সুদীপ্ত ঘাটার। পরে অবস্থার অবনতি ঘটায় দ্রুতই কলকাতা স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঃ এক বউয়ে খুশি নয় এই গ্রামের পুরুষরা! শুধুই যৌনতা না অন্য কারণ! জানলে অবাক হবেন
বৃহস্পতিবার এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। পাঁশকুড়া পুলিশের তৎপরতায় ক্রেন এনে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত বাইক ও চিকিৎসকের গাড়ি। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে যদিওজেলা পুলিশের ট্রাফিক বিভাগ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
সৈকত শী