পটাশপুর থানার মকরামপুর গ্রামের বাসিন্দা শক্তিপদ মিশ্র। রেলের গ্রুপ ডি পদে ছেলের চাকরি জন্য পরিচিত সৌরভ মিশ্রকে ১৬ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি। অভিযুক্তের বাড়ি পটাশপুরের অমর্ষিকসবা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন হয়ে গেলেও সৌরভ চাকরি পাইয়ে দেননি, টাকাও ফেরত করেননি।
advertisement
টাকা ফেরতের জন্য বারবার সৌরভের বাড়ি যান শক্তিপদবাবু। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। পরবর্তীতে টাকা না দিয়ে অভিযুক্ত কলকাতায় গা ঢাকা দেন। গত মার্চ মাসে সৌরভের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ করেন চাকরিপ্রার্থীর বাবা শক্তিপদবাবু। সেই ঘটনায় কলকাতা থেকে সৌরভকে গ্রেফতার করল পুলিশ।
চাকরির নামে প্রতারণার অভিযোগ এর আগেও সামনে এসেছে। ছেলেকে রেলের চাকরি পাইয়ে দেওয়ার আশায় যেমন পরিচিতকে মোটা টাকা দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের শক্তিপদবাবু। চাকরি, টাকা কোনওটাই না পেয়ে শেষমেষ পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।