মুর্শিদাবাদে তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির! শুরু হয়ে গেল প্রস্তুতি, ভোগঘর-শিবমন্দির সহ আর কী কী থাকবে?

Last Updated:

দু'বিঘা মাঠের উপর তৈরি করা হবে দক্ষিণশ্বর মন্দির, নাট মন্দির, ভোগঘর ও শিব মন্দির

+
কান্দি

কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো 

কান্দি, কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদ থেকে দক্ষিণেশ্বর অনেকটাই দূর। ২০০ কিলোমিটার পেরিয়ে অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারেন না। তবে এবার মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য সুখবর। এই জেলায় তৈরি হবে আস্ত দক্ষিণেশ্বর মন্দির! পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থীদের জন্য যা বাড়তি পাওনা বলে মনে করা হচ্ছে।
হাতে গোনা আর এক মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবার মুর্শিদাবাদ জেলাবাসীকে চমক দিতে তৈরি হবে আস্ত দক্ষিণেশ্বর মন্দির। দু’বিঘা মাঠের উপর মণ্ডপ সজ্জায় তৈরি করা হবে দক্ষিণেশ্বর মন্দির, নাট মন্দির, ভোগঘর ও শিব মন্দির।
আরও পড়ুনঃ ঘরের মধ্যে একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার! মৃত্যুর আগে মাকে মেসেজ করেন…! পলাতক প্রেমিক
মুর্শিদাবাদ জেলার কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাব ৪৪তম বর্ষে এই চমক দিতে চলেছে। ইতিমধ্যেই ঢাক, ঢোল, মন্ত্র উচ্চারণ সহকারে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ক্লাবের সম্পাদক পার্থ প্রতিম সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ সজ্জার পাশাপাশি থাকবে চন্দননগরের আলোকসজ্জা।
advertisement
advertisement
প্রতি বছর ক্লাব সদস্য তথা কান্দি দীনদয়াময়ী মণ্ডপ সজ্জা তৈরি করে থাকে, এই বছরও তাঁরাই করবে এই কাজ। গতবছর মায়াপুরের ইসকন মন্দির জেলাবাসীকে চমকে দিয়েছিল। এবার তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটের এই মণ্ডপ সজ্জা এই বছর কান্দি ও জেলাবাসীকে আকর্ষণ করবে বলেই দাবি করেছেন ক্লাবের সদস্যরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৮৫৫ সালের ৩১ মে স্নান যাত্রার দিন রানি রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ‘ভবতারিণী’ নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালীসাধনা করতেন। এবারের দুর্গাপুজোয় সেই ঐতিহ্যবাহী মন্দিরের থিমে মণ্ডপ বানিয়ে চমক দিতে চলেছে কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুর্শিদাবাদে তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির! শুরু হয়ে গেল প্রস্তুতি, ভোগঘর-শিবমন্দির সহ আর কী কী থাকবে?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement