TRENDING:

Durga Puja 2024: পেশায় মেকআপ আর্টিস্ট নেশা প্রতিমা তৈরি! মাত্র দেড় ফুটের দুর্গা বানিয়ে চমক রূপমের

Last Updated:

২০১০ সালে প্রথম দুর্গা ঠাকুর তৈরি। ছোট বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: টানা ১৫ বছর ধরে ছোট্ট প্রতিমা তৈরি করে থাকেন কান্দি শহরের বাসিন্দা রুপম দাস । পেশায় মেক আপ আর্টিস্ট, কিন্তু নেশা প্রতিমা তৈরি করা। কাজের ফাঁকে অবসর সময়ে তৈরি করে থাকেন প্রতি বছর ছোট্ট দুর্গা ঠাকুর। দশভূজা মাকে সাজিয়ে তোলেন নিজেই।
advertisement

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনেই মণ্ডপে চলে পুজো। ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি মন কাড়ত কান্দির আলুপট্টি নিবাসী রুপম দাসের। জানা যায়, ২০১০ সালে প্রথম দুর্গা ঠাকুর তৈরি। ছোট বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।

পরবর্তীতে পড়াশোনায় মন দেন। প্রতিমা তৈরি কারও কাছে শেখেনি রুপম। দেখে দেখেই প্রতিমা তৈরি করা শিখেছে সে। মাটি, খড়, সুতো, কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে সে। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভাললাগে।

advertisement

প্রায় দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দেবী দশভুজা তৈরি করেছেন। শুধু তাই নয়, আছে পিতলের অস্ত্র, ছোট্ট অস্ত্র তৈরি করানো হয়েছে এই বছর নদিয়া থেকে অর্ডার দিয়ে।

তবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। তাই জোর কদমে দিন রাত এক করে ছোট্ট প্রতিমা তৈরি করে চলেছেন শিল্পী রুপম দাস । তাকে উৎসাহিত করে তোলেন প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সকলেই।

advertisement

Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা ) 2024 দুর্গা পুজো ২০২৪

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পেশায় মেকআপ আর্টিস্ট নেশা প্রতিমা তৈরি! মাত্র দেড় ফুটের দুর্গা বানিয়ে চমক রূপমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল