TRENDING:

৩০০ বছরের পুরনো...! ভাদ্র মাসের সংক্রান্তির দিন গেঁড়ি বুড়ির মেলা, এ যেন প্রাচীন সংস্কৃতির প্রতিচ্ছবি, কোথায় বসে মেলাটি?

Last Updated:

Daspur Genri Buri Mela: তিনশো বছরেরও বেশি পুরোনো এই গেঁড়ি বুড়ির মেলা। এই মেলা ঘিরে নানান লোককথা প্রচলিত আছে। গেঁড়ি বুড়ি ছাড়াও এখানে পূজিত হন বিশালাক্ষী, শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী-সহ অন্যান্য দেবদেবী। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয় মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুর থানার পুরুষোত্তম পুরে তিন শতাধিক বৎসরের পূর্ব থেকে ধর্ম সংক্রান্তি তথা ভাদ্র মাসের সংক্রান্তির দিন বসে গেঁড়ি বুড়ির মেলা। অনেকেই বলেন, এই মেলা দাসপুর থানার প্রাচীনতম মেলা। এই মেলাটি গেঁড়ি বুড়ির জাত নামেও পরিচিত, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
advertisement

তিনশো বছরেরও বেশি পুরোনো এই গেঁড়ি বুড়ির মেলা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের বলিহারপুরে বিশ্বকর্মা পুজোর দিন দিয়ে বসে মেলাটি। প্রায় তিনশো বছর আগেকার এই মেলা ঘিরে নানান লোককথা প্রচলিত আছে।

আরও পড়ুনঃ ৩৫০ বছরে দেবী রূপের বদল নেই! ভেঙেছে নাট মন্দিরের একাংশ, তবু রীতিনীতি মেনেই পটেশ্বরীর পুজো

advertisement

গেঁড়ি বুড়ি ছাড়াও এখানে পূজিত হন বিশালাক্ষী, শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী-সহ অন্যান্য দেবদেবী। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয় মেলা। এই মেলা এক অভিনব মেলা। যেখানে আপনি পেয়ে যাবেন বাড়ির দরকারি সমস্ত রকম জিনিসপত্র। এরকম মেলা সাধারণত খুব কম হয়। যেখানে মাছ ধরার সরঞ্জাম যেমন গাঁতি জাল, ঘাট গাঁতি, মরুলা গাঁতি, লাফাতে পাতার জাল, ফেটা জাল, বিভিন্ন মাপের ছিপ, হুইল ডোর বঁড়শি তথা মাছ ধরার কাঁটা, জাল, সুতো পাওয়া যায়।

advertisement

View More

আরও পড়ুনঃ চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো বাঙালিয়ানায়! ১৫০ বছরের ‘স্টিম সাহেব’এর দীর্ঘায়ু কামনায় কী হচ্ছে জানেন?

এছাড়াও মিলবে হাতের বানান বেতের জিনিস যেমন ধুচুনি খালুই চ্যাঙারি, ঠ্যাকা, তালপাতার পেখ্যা, কুলো, চালুনি, চুবড়ি, ঝড়া। মনোহারি জিনিস, খেলনা। পাশাপাশি রকমারি খাবার, ফুচকা-সহ নানান মুখরোচক চেনা ও হারিয়ে যাওয়া খাবার পাবেন এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিনটি উপাচারে পুজো হয় জাগ্রত এই কালী মন্দিরে, কোথায় আছে এই মন্দির জানেন?
আরও দেখুন

সব মিলিয়ে আট থেকে আশি মেতে ওঠেন এই মেলায়। নানান জিনিস কিনে জিলিপি ও পাঁপড় ভাজা হাতে নিয়ে পড়ন্ত বিকেলে বাড়ির পথ ধরেন দর্শনার্থীরা। তাই এটি শুধু মেলা নয় বরং এখানকার মানুষের আবেগের আরেক নাম গেঁড়ি বুড়ির মেলা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩০০ বছরের পুরনো...! ভাদ্র মাসের সংক্রান্তির দিন গেঁড়ি বুড়ির মেলা, এ যেন প্রাচীন সংস্কৃতির প্রতিচ্ছবি, কোথায় বসে মেলাটি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল