প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি। ক্যানসারে আক্রান্ত রামকৃষ্ণ পরমহংসদেব তখন গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাঁকে আনা হয় কাশীপুর উদ্যানবাটিতে। এরপর কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের স্বরূপে দর্শন দেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর্শীবাদ করেন, ‘তোদের চৈতন্য হোক।’ ভক্তদের মতে, সেদিন কল্পতরু হয়েছিলেন ঠাকুর। রামকৃষ্ণের সেই রূপের সাক্ষী ছিলেন তাঁর গৃহী ভক্তেরা। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই দিনটি ‘কল্পতরু উৎসব’ হিসেবে পালিত হয়।
advertisement
ভক্তদের বিশ্বাস, এদিন প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর কালীমন্দিরে বিশেষ পুজো, আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, চলছে সিসিটিভিতে নজরদারি, পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও ভক্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।
শুধু দক্ষিণেশ্বর নয়, বেলুড় মঠ-সহ জেলার বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও আশ্রমেও আজকের দিনটিতে বিশেষ প্রার্থনা ও ধর্মসভার আয়োজন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে সকাল থেকেই ভক্তরা মন্দিরমুখী হয়ে উঠেছেন।






