যদিও এই পৈতৃক ভিটেতে বর্তমানে কোনও পুরনো ঘরবাড়ি নেই, তবে জমিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব আজও অমলিন। রামকৃষ্ণ মিশন জমির দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকাটিতে একাধিক সামাজিক ও উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই বেলুড় মঠের একটি উপশাখা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার উদ্যোগে যুবসমাজকে আলোকিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জয়দেব মেলায় গিয়েছেন অথচ এই আশ্রমে যাননি! চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী, কীভাবে যাবেন জেনে নিন
সোমবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আয়োজন করা হয় রক্তদান শিবির। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। সমাজের প্রান্তিক মানুষদের জন্য বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিও ছিল এই দিনের অন্যতম উল্লেখযোগ্য দিক। যুবকদের স্বনির্ভর করে তুলতে ইতিমধ্যেই এলাকায় চালু হয়েছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, যেখানে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখানে কোচিং সেন্টার ও একটি আধুনিক লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রামকৃষ্ণ মিশনের বর্তমান সম্পাদক স্বামী অজ্ঞানানন্দ মহারাজ বলেন, “স্বামী বিবেকানন্দ আত্মবিশ্বাস, পরোপকার এবং সৎ চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর সেই আদর্শ ও বাণীকেই পাথেয় করে আগামী দিনে এই এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখযোগ্যভাবে, পূর্ব বর্ধমান জেলাতেই স্বামী বিবেকানন্দের এই পৈতৃক ভিটে আজ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।






