আরও পড়ুন: গঙ্গাসাগরের আবর্জনা নিমেষেই ভ্যানিশ! এ কী করছেন এঁরা
বাংলা ও ঝাড়খণ্ড দুই রাজ্যের মানুষের সমাগমে মিলন মেলার রূপে নিয়েছে ঝালদার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া তুলিনের সুবর্ণরেখার নদীর পাড়ের মকর মেলা। প্রতিবছরের মত এ বছরও তুলিন সুবর্ণরেখা নদীতে মকর সংক্রান্তি উৎসব পালিত হল। এই উৎসবকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলে মেলার আয়োজন করা হয়। শুধু জেলা পুরুলিয়া নয় ভিন রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এখানে ভিড় জমান। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই এলাকায়। রয়েছে পুলিশের কড়া নজরদারি।
advertisement
মকর সংক্রান্তিতে আসা পূর্ণর্থীরা বলেন, অন্যান্য বছরের মত এই বছরও বহু মানুষ সুবর্ণরেখা নদীর পাড়ে নামেন সংক্রান্তি স্নান করার জন্য। কিন্তু আগের মত চৌডলের দেখা নেই এখানে। হাতেগোনা কিছু চৌডল দেখা গেছে। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এখন মোবাইল আর সামাজিক মাধ্যম নিয়ে মাতামাতিতেই বেশি ব্যস্ত। তাই অতীতের ঐতিহ্য কোথাও যেন ম্লান হয়ে গিয়েছে। তাঁরা চান আবারও আগের মত চৌডলের চাহিদা বারুক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পৌষ মাসের শেষ দিন পালিত হয় মকর সংক্রান্তি। এই দিন নদীতে স্নান করে সূর্যদেবের বিশেষ পুজো করে থাকেন পূর্ণ্যার্থীরা। এইদিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তার মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি ওড়ানো অন্যতম। এছাড়াও বেশ কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে চলে মকর সংক্রান্তি পালন। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের অন্যতম উৎসব এটি।
শর্মিষ্ঠা ব্যানার্জি