Gangasagar Mela: গঙ্গাসাগরের আবর্জনা নিমেষেই ভ্যানিশ! এ কী করছেন এঁরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
সাগরের কপিলমুনির আশ্রম প্রাঙ্গনে এবার ৮ জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। চলতি বছর ইতিমধ্যেই ৪৫ লক্ষের বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরেছেন
গঙ্গাসাগর: কথায় বলে ‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’। অর্থাত্ সব তীর্থে বারবার গিয়ে যে পূণ্যলাভ হয় গঙ্গাসাগর মেলায় মাত্র একবার এসে সেই পরিমাণ পূণ্যলাভ করা সম্ভব। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে। তাই এই স্থানের নাম গঙ্গাসাগর।
সাগরের কপিলমুনির আশ্রম প্রাঙ্গনে এবার ৮ জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। চলতি বছর ইতিমধ্যেই ৪৫ লক্ষের বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মকর সংক্রান্তির স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হল এই গঙ্গাসাগর মেলা। আর এই উত্সব উপলক্ষ্যে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ জড়ো হন এই সাগরের সৈকতে। এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনা এই সময় জড়ো হয়। সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের স্লোগান হল ‘শুদ্ধিকরণ প্রতিবার, গঙ্গাসাগরের অঙ্গীকার’।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই মেলায় এসে সাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করছে রাসায়নিক সার। এছাড়া মেলায় ব্যবহৃত বোতল সহ যে সমস্ত প্লাস্টিকের জিনিস ফেলে দেওয়া হচ্ছে সেগুলি সেগুলিও সংগ্রহ করা হচ্ছে। কাচের বোতল, ফেলে দেওয়া পোশাকও একইভাবে সংগ্রহ করছে এই সংস্থাটি। পরে এগুলো পুনর্ব্যবহার করা হবে। কাচের বোতলগুলি রং করে সুন্দর ফুলদানি তৈরি করা হচ্ছে, এছাড়া পুরনো পোশাক থেকে মাদুর এবং ব্যাগ প্রস্তুত করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই কাজ করার জন্য মেদিনীপুরের তমলুক থেকে আনা হয়েছে প্রচুর স্বেচ্ছাসেবী। শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 1:30 PM IST