রঘুনাথপুর শহরের জনপ্রিয় ‘রাজেন টি স্টলে’ এই সময় চলছে ঠেকুয়া বিক্রির ধুম। বিশেষত্ব হল, শহরের মধ্যে এটিই একমাত্র দোকান, যেখানে সারা বছর জুড়েই ঠেকুয়া পাওয়া যায়। শুধু ছট পুজোর সময়ই নয়, বছরের অন্য সময়েও রাজেনবাবুর তৈরি ঠেকুয়া ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে। তবে ছটের আগমনে সেই চাহিদা বহুগুণে বেড়ে যায়।
আরও পড়ুনঃ ডেঙ্গির মারণ ছোবল! একই পরিবারের দু’জনের মৃত্যু সোনারপুরে! প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা
advertisement
মাত্র ৮ টাকা প্রতি পিস দামে মেলে এই জনপ্রিয় ঠেকুয়া। যা যেমন স্বাদে অনন্য, তেমনই দামেও সুলভ। ছট উৎসবের এই বিশেষ সময়ে স্থানীয়দের পাশাপাশি আশপাশের গ্রাম ও শহর থেকেও ক্রেতারা ভিড় জমাচ্ছেন রাজেনবাবুর দোকানে।
কড়া থেকে নামানো হচ্ছে গরম গরম ঠেকুয়া
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঠেকুয়া নিতে দোকানে আসা মানুষজনদের কথা, “বছরের প্রতিটি দিনেই শহরের এই দোকানে ঠেকুয়া পাওয়ায় এটি আজ আমাদের কাছে একটা জনপ্রিয় খাবার হিসেবে পরিণত হয়েছে। কিন্তু ছট পুজোর সময় এটি খেতে একটা আলাদাই অনুভূতি হয়।” ঠেকুয়ার গন্ধে, স্বাদে ও উৎসবের আনন্দে রঘুনাথপুরের ছটের বাজার আজ যেন এক মিষ্টিময় মিলনমেলা।





