মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মানব রূপে অবতীর্ণ হল। পুজো অর্চনার মাধ্যমে তাদের হাত ধরেই শুরু হল দুর্গোৎসবের শুভ যাত্রা। প্রতিবার এই মানব পুজো দশমীর দিন অনুষ্ঠিত হলেও এই বছর তা ষষ্ঠী দিন অনুষ্ঠিত হল। উপস্থিত সকলের চোখে মুখে ফুটে উঠল আবেগ আর আনন্দের রেশ।
advertisement
এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাসও। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত ২৫ বছর আগে নিজের উদ্যোগেই এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন। আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। পুজোর দিনগুলোতে শিশুদের সঙ্গেই কাটান সময়। ভাগ করে নেন আনন্দ-উৎসবের মুহূর্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এদিন তাঁকে বাচ্চাদের সঙ্গে বসে গান পরিবেশন করতেও দেখা যায়।
কামারহাটি পৌরসভার কাউন্সিলর তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন
পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সকলেই এখানে চলা অন্নদান কর্মসূচিতেও খাবার পরিবেশন করেন। এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ। দুর্গোৎসবের আনন্দ এখানে মিলেমিশে যায় ভালবাসা, স্নেহ আর সহমর্মিতার অনন্য সুরে।