বাইরে থেকে দরজা বন্ধ ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে সন্দেহ হয় এলাকার লোকজনদের। কয়েকজন স্থানীয় মিলে বাড়ির মধ্যে প্রবেশ করেতেই চক্ষু ছানাবড়া। উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে বৃদ্ধা। তাঁর হাত-পা কাপড়ে জড়ানো। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশকে। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। খুনের মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ যুবকের বাড়ি থেকে মহিলার র*ক্তাক্ত দেহ উদ্ধার! অবৈবাহিক একত্রবাসের নির্মম পরিণতি, ডানকুনিতে চাঞ্চল্য
এলাকার মানুষের অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধাকে খুন করা হয়েছে। দুর্গাপুজোর পঞ্চমীর দিন শেষবারের মতো দেখা গিয়েছিল ওই বৃদ্ধাকে। রসখালী গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপাল নস্কর জানান, বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে গায়ের সোনার গয়না লুট করা হয়েছে। বৃদ্ধার হাত ও পা বাঁধা ছিল। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে খবর আসে, এক বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। খুনের মামলা রজু করে তদন্ত শুরু হয়েছে।