পুলিশ সূত্রে খবর, ৬৮ বছরের ওই ধৃত পুরোহিতের বাড়ি ভাতার থানার রায়-রামচন্দ্রপুর গ্রামে৷ ঘটনার পরই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
আরও পড়ুন: বাজি ফাটাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! উলুবেড়িয়ায় আগুনের গ্রাসে বাড়ি, মৃত ৩ শিশু
জানা গিয়েছে, ধৃত ওই পুরোহিত গুসকরা শহরের একটি বাড়িতে কালীপুজো করেন৷ বৃহস্পতিবার রাতে পুজো করার পর ফের শুক্রবার সকালে পুজো করতে আসেন তিনি। অভিযোগ,পোশাক ছাড়ার নাম করে ওই বাড়ির দোতলায় উঠে গিয়ে ১২ বছরের নাবালিকার শ্লীলতাহানি করেম তিনি।পরে নাবালিকা কান্নাকাটি করতে করতে মা কে জানালে তিনি প্রতিবেশীদের ডাকেন।
advertisement
প্রতিবেশীরা গিয়ে অভিযুক্ত পুরোহিতকে আটক করে পুলিশে খবর দেন৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরোহিতকে গ্রেফতার করে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।