Uluberia fire: বাজি ফাটাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! উলুবেড়িয়ায় আগুনের গ্রাসে বাড়ি, মৃত ৩ শিশু

Last Updated:

আগুন ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সন্তু মালিক, উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা৷ বাজির ফুলকি থেকে আগুন লেগে মৃত্যু হল তিনটি শিশুর৷ এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাণীতলায়৷ আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে একটি বাড়িও৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় এলাকার একটি বাড়িতে এসে বাজি পোড়াচ্ছিল প্রতিবেশী তিনটি শিশু৷ আচমকাই ফুলঝুড়ি বাজি থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে বাড়ির ভিতরে আগুন ধরে যায়৷ ওই বাড়ির নীচে একটি ছোট দোকান ছিল৷ সেই দোকানেও কিছু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত গোটা বাড়িকে গ্রাস করে৷ অগ্নিদগ্ধ হয় তিনটি শিশু৷
advertisement
advertisement
আগুন ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা করেন৷ ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিনও৷ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে তিনটি শিশুকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে৷
advertisement
জানা গিয়েছে, মৃত তিনটি শিশুর নাম শ্রাবন্তিকা মিস্ত্রি (১১), মুমতাজ খাতুন (৫) এবং ঈশান ধারা(৩)৷ মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Uluberia fire: বাজি ফাটাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! উলুবেড়িয়ায় আগুনের গ্রাসে বাড়ি, মৃত ৩ শিশু
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement