Crime news: বিয়ের পর স্বামীর কাছে এল স্ত্রীকে নিয়ে ভিডিও, ভাঙল সম্পর্ক! উত্তর প্রদেশে শিউরে ওঠা ঘটনা

Last Updated:

সামাজিক লজ্জার ভয়ে মুখ বুজেই ছিল নির্যাতিতার পরিবার৷ কিন্তু তাঁদের হয়রানির শেষ হয়নি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
লখনউ: প্রথমে একটি মেয়েকে ধর্ষণ করে সেই ভিডিও রেকর্ড করে রাখা৷ তার পর সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতার পরিবারকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের কৌশম্বী জেলায়৷ অভিযোগ, ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতিতার পরিবারের থেকে প্রথমে ৫ লক্ষ টাকা আদায় করে ওই অভিযুক্ত৷
সামাজিক লজ্জার ভয়ে মুখ বুজেই ছিল নির্যাতিতার পরিবার৷ কিন্তু তাঁদের হয়রানির শেষ হয়নি৷ কয়েক বছর পর ওই নির্যাতিতার বিয়ের পর ফের নতুন করে নির্যাতিতার পরিবারকে ওই ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত৷ এমন কি, ওই ভিডিও নির্যাতিতার স্বামীর কাছেও ধর্ষণের ভিডিও পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত৷ এবার আরও ৫ লক্ষ টাকা এবং সঙ্গে সোনার গয়না দাবি করে সে৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত অবশ্য নির্যাতিতার পরিূবারের পক্ষে অভিযুক্তের দাবি মানা সম্ভব হয়নি৷ এর পরেই ওই ধর্ষণের ভিডিও নির্যাতিতার স্বামীর কাছে পাঠিয়ে দেয় অভিযুক্ত৷ নির্যাতিতার শ্বশুরবাড়ির দিকে আরও কয়েকজন আত্মীয়ের কাছেও সেই ভিডিও পাঠিয়ে দেয় সে৷ এই ভিডিও দেখার পরই নির্যাতিতার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ভেঙে যাবে৷
advertisement
ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই নির্যাতিতা এবং তাঁর ভাই বিষয়টি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজরে এনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান৷ অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফারুখ৷
পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, ওই ভিডিওটি ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ করা হচ্ছে৷ পাশাপাশি নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলা দায়ের করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার ব্যবস্থা করা হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime news: বিয়ের পর স্বামীর কাছে এল স্ত্রীকে নিয়ে ভিডিও, ভাঙল সম্পর্ক! উত্তর প্রদেশে শিউরে ওঠা ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement