তবে স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ব্যক্তি’র সঙ্গে পরিবারের সম্পর্ক ভাল ছিল না। যে কারণে এক ছেলে অন্যত্র বসবাস করছিল। তবে এদিনের মৃত্যুর বা দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে ছেলে বিদেশ সান্থালিয়া বলেন, ‘‘এই দুঃসংবাদ পেয়ে ছুটে আসি। খবর পাই বাবা ছাদ থেকে পড়ে গিয়েছেন। আলাদা ফ্ল্যাটে থাকি সেখান থেকেই আসছি। কিভাবে এমন ঘটনা,তার কারণ জানা যায়নি।‘‘
advertisement
বৃদ্ধকে ওপর থেকে পড়ে যেতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দা এক বাসিন্দা। তিনি বলেন, এদিন সকালে চা খাওয়ার সময় দুর্ঘটনা। দেখা যায় উপর থেকে একটি টিনে পড়ে রয়েছেন। ওপর থেকে একজন তা দেখতে পান। কিন্তু নিচে থেকে কিছু বুঝতে পারা যায়নি। উপর থেকে নিচে পড়ে যাবার সময় কোনও চিৎকারও শোনা যায়নি, বলেই জানান তিনি।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের ছেলে ও বৌমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।