TRENDING:

Howrah News: চা খেতে খেতে কীভাবে পড়ে গেলেন আবাসনের পাঁচতলা থেকে? দুর্ঘটনা নাকি খুন...বৃদ্ধের মৃত‍্যু ঘিরে ঘনাচ্ছে রহস‍্য

Last Updated:

আবাসনের পাঁচ তলায় থাকতেন বৃদ্ধ, দেহ পড়ে নিচে, আত্মহ*ত্যা নাকি হ*ত্যা খতিয়ে দেখছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের! একটি আবাসনের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃত বৃদ্ধর নাম দেবকী নন্দন সান্থালিয়া বয়স প্রায় ৭৫ বছর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার হাওড়া থানা’র অন্তর্গত রামেশ্বর মালিয়া লেনে। স্থানীয় একটি বহুতল আবাসনের পাঁচ তলায় থাকতেন ওই বৃদ্ধ। হঠাৎ কী কারনে এমন মর্মান্তিক ঘটনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আবাসনের পাঁচ তলায় থাকতেন বৃদ্ধ নিচে পড়ে দেহ
আবাসনের পাঁচ তলায় থাকতেন বৃদ্ধ নিচে পড়ে দেহ
advertisement

তবে স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ব্যক্তি’র সঙ্গে পরিবারের সম্পর্ক ভাল ছিল না। যে কারণে এক ছেলে অন্যত্র বসবাস করছিল। তবে এদিনের মৃত্যুর বা দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে ছেলে বিদেশ সান্থালিয়া বলেন, ‘‘এই দুঃসংবাদ পেয়ে ছুটে আসি। খবর পাই বাবা ছাদ থেকে পড়ে গিয়েছেন। আলাদা ফ্ল্যাটে থাকি সেখান থেকেই আসছি। কিভাবে এমন ঘটনা,তার কারণ জানা যায়নি।‘‘

advertisement

আরও পড়ুন: ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? এতে কি সত‍্যিই আটকানো যায় পিন চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

বৃদ্ধকে ওপর থেকে পড়ে যেতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দা এক বাসিন্দা। তিনি বলেন, এদিন সকালে চা খাওয়ার সময়  দুর্ঘটনা। দেখা ‌যায় উপর থেকে একটি টিনে পড়ে রয়েছেন। ওপর থেকে একজন তা দেখতে পান। কিন্তু নিচে থেকে কিছু বুঝতে পারা যায়নি। উপর থেকে নিচে পড়ে যাবার সময় কোনও চিৎকারও শোনা যায়নি, বলেই জানান তিনি।

advertisement

আরও পড়ুন: নতুন করে তৈরি ঘূর্ণাবর্ত! মাত্র ১ ঘণ্টার বৃষ্টিতেই থইথই জল, প্রবল বর্ষণে ভাসছে কলকাতা, বইবে ঝোড়ো হাওয়া! কতদিন চলবে দুর্যোগ? বড় সতর্কতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের ছেলে ও বৌমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: চা খেতে খেতে কীভাবে পড়ে গেলেন আবাসনের পাঁচতলা থেকে? দুর্ঘটনা নাকি খুন...বৃদ্ধের মৃত‍্যু ঘিরে ঘনাচ্ছে রহস‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল