শনিবার সকালে ভরতপুরে দীনবন্ধু পালের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন তিনি। তাঁর বাড়ি ভরতপুরের গুন্দুরিয়া গ্রামে। শনিবার সকালে ভরতপুর থানার অন্তর্গত মধুপুরে করুণা বাগদি নামে একজনের বাড়িতে রক্তের দাগ দেখতে পান এলাকার মানুষ। তাঁর বাড়ির কাছের মাঠ থেকে বস্তাবন্দি দেহটি উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: ইসিএল-এর ‘তুঘলকি’ আইনে গোটা গ্রাম হারিয়ে ফেলার ভয়!
মৃত দীনবন্ধু পালের পরিবারের অভিযোগ, করুনা বাগদির কাছে তিনি ৬ হাজার টাকা পেতেন। শুক্রবার রাতে সেই পাওনা টাকাই চাইতে গিয়েছিলেন। তখনই তাঁকে মারধর করে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
এদিকে দীনবন্ধু পালের দেহ উদ্ধার হওয়ার পরই আক্রোশ গিয়ে পড়ে অভিযুক্ত করুণা বাগদির উপর। তাঁকে গুন্দুরিয়া গ্রামের বাসিন্দারা তুলে নিয়ে যায়। পুলিশ করুণা বাগদিকে উদ্ধার করে আটকের উদ্দেশ্যে গেলে গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। পরে আহত অবস্থায় করুণা বাগদিকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
কৌশিক অধিকারী