TRENDING:

বৃদ্ধার মাথায় সজোরে কুড়ুলের কোপ! ঝালদার ঘাতক কে জানেন?

Last Updated:

ঝালদা থানার মাঠারি খামার অঞ্চলের অন্তর্গত কাড়াডুবা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা নীলমণি মাহাত (৬০)। সোমবার হঠাৎই পড়শী মহাদেব মাহাত কুড়ুল দিয়ে আক্রমণ করেন ওই বৃদ্ধাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রতিবেশীর কুড়ুলের কোপে মৃত্যু বৃদ্ধার। এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার কাড়াডুবা গ্রামে। ঝালদা থানার মাঠারি খামার অঞ্চলের অন্তর্গত কাড়াডুবা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা নীলমণি মাহাত (৬০)। সোমবার হঠাৎই পড়শী মহাদেব মাহাত কুড়ুল দিয়ে আক্রমণ করেন ওই বৃদ্ধাকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement

এই বিষয়ে মৃত বৃদ্ধার মেয়ে মালতি মাহাত জানান, তাঁরা তিন বোন। ‌তিনি হঠাৎই জানতে পারেন তাঁর মা-কে প্রতিবেশী মহাদেব মাহাত কুড়ুল দিয়ে আঘাত করেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা তাঁর জানা নেই। দোষী মহাদেব মাহাত’র উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সাতসকালে সরকারি বাসের চাকায় চিঁড়ে চ্যাপ্টা টোটো, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু

advertisement

এদিকে ঘটনার খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা আছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বৃদ্ধা, নীলমণি মাহাতর এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্নের জট বাঁধতে শুরু করেছে। পরিবারের সদস্যদরা এই ঘটনার পর ভেঙে পড়েন। পাশাপাশি দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ‌স্থানীয় মানুষজনও একই দাবিতে সরব হচ্ছেন।‌‌ এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃদ্ধার মাথায় সজোরে কুড়ুলের কোপ! ঝালদার ঘাতক কে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল