TRENDING:

Sundarban Offbeat Destination: কয়েকশো টাকায় যেন ‘আমাজনের জঙ্গলে’! কলকাতার কাছেই হাত খরচে ঘুরবেন স্বর্গ, দেখুন

Last Updated:

Sundarban Offbeat Destination: সুন্দরবনের সবুজ রহস্য আর দ্বীপের মধ্যে থাকার রোমাঞ্চ যদি অনুভব করতে চান, তাহলে আপনার গন্তব্য হোক কলস দ্বীপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের সবুজ রহস্য আর দ্বীপের মধ্যে থাকার রোমাঞ্চ যদি অনুভব করতে চান, তাহলে আপনার গন্তব্য হোক কলস দ্বীপ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। আর এই সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ করতে বছরজুড়েই পর্যটকদের আসা-যাওয়া থাকে।
advertisement

তবে, শীতের মরশুমে পর্যটকদের অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন হয়ে ওঠে সুন্দরবন। আমরা এখানে বলছি একটি দ্বীপের কথা। সুন্দরী, হেতাল, গরান, কেওড়া, গর্জন, বাইন আরও কত নাম না-জানা গাছে ঘেরা জঙ্গল তার মধ্যে অন্যতম ভাগ্যে থাকলে রয়েল বেঙ্গল টাইগার দর্শন পাওয়ার। আর এই রোমাঞ্চ যাদের পছন্দ তারা বেছে নিতে পারেন কলস দ্বীপকে।

advertisement

পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ সুন্দরবনে, রয়েছে ছোটো বড়ো মিলিয়ে প্রায় ১০২টি দ্বীপ। তার মধ্যে একটা এই কলস দ্বীপ বৃহত্তম ব-দ্বীপ ও বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য । সুন্দরবন ও তার প্রকৃতির অপূর্ব এক মেল বন্ধন হচ্ছে কলস দ্বীপ ।

কোর জঙ্গলের মধ্যে পড়ে দ্বীপটি, তাই একই সঙ্গে ভয়ঙ্কর এবং আকষর্ণীয়। চারপাশে নিঝুম জঙ্গল। পাখপাখালির শব্দে ভোর হয়। খাঁড়ির পাশের কাদামাটিতে দেখতে পারেন দক্ষিণরায়ের টাটকা পায়ে ছাপ। বোটে চেপে জঙ্গল ঘুরতে ঘুরতে, ছোটো সমুদ্রতটেও যেতে পারেন। আর কোথাও না গেলেও কটেজের বসেই কাটিয়ে দিতে পারেন দুটো দিন।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন –

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আর এই দ্বীপে যেতে গেলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকালে উঠে আপনাকে ক্যানিং স্টেশনে নামতে হবে৷ ওখান থেকে যে কোনও গাড়ি করে ঝড়খালি আর ঝড়খালি থেকে লঞ্চ বা নৌকায় পেঁছোনো যায় কলসদ্বীপে।  আরে কী ভাবে থাকবেন বনবিভাগের ক্যাম্প-এ থাকতে পারেন। বুকিংয়ে জন্য যোগাযোগ করতে হবে দঃ ২৪ পরগনা বনবিভাগ সঙ্গে।

advertisement

আর খরচ নিয়ে ভাবছেন? একদমই কম খরচে ঘুরে আসতে পারে এই দ্বীপে। শিয়ালদহ থেকে দশ টাকার গাড়ি ভাড়াতেই আপনি চলে আসতে পারেন ক্যানিং৷ তারপর ওখান থেকে মাথাপিছু ১৫ থেকে ২০ টাকা গাড়ি ভাড়াতে চলে যাবেন ঝড়খালি। আজ ঝড়খালি থেকেই লোক অনুযায়ী ছোট বড় লঞ্চ, হাজার থেকে বারোশো টাকার মধ্যে ভাড়া করে নিতে পারেন। আর এভাবেই অল্প শীতেই ঘুরে আসতে পারেন সুন্দরবনের কলস দ্বীপে, ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলবে দক্ষিণরায়ের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Offbeat Destination: কয়েকশো টাকায় যেন ‘আমাজনের জঙ্গলে’! কলকাতার কাছেই হাত খরচে ঘুরবেন স্বর্গ, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল