TRENDING:

Odisha Train Accident | DNA Test: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের

Last Updated:

Odisha Train Accident | DNA Test: বালাসোর ট্রেন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ এই জেলার ছ'জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বালাসোর ট্রেন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ এই জেলার ছ’জন। তাই তাঁদেরকে শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার উদ্যোগ। নিখোঁজদের নিকটাত্মীয়দের ওড়িশা পাঠানোর বন্দোবস্ত করছে জেলা প্রশাসন ও পুলিশ। সোমবার সকালে নগরীর ঝোড়ো গ্রামের লাবলু মালের নিকটাত্মীয়রা ওড়িশার উদ্দেশে রওনা দেন।
advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এই জেলায় এখনও পর্যন্ত ২৫ জন বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে দু’জনের এবং এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার নওয়ালডাঙ্গার তুফান কোরা ও মৃত্যুঞ্জয় কোরা, সিউড়ির নগরীর লাবলু মাল, পাইকর থানার করমপুর গ্রামে সানাউল শেখ, রফিকুল শেখ ও শান্ত শেখ এখনও নিঁখোজ৷

advertisement

আরও পড়ুন: ‘এক অপরিচিত দাদার পকেট থেকে ফোন বের করে জানাল, ও মরে গেছে! তাহলে?’

View More

এখনও পর্যন্ত যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের ওড়িশা পাঠানো হচ্ছে৷ যাতে তাঁরা গিয়ে মৃতদেহ শনাক্ত করতে পারেন। তাতেও সমস্যার সমাধান না হলে করা হবে ডিএনএ পরীক্ষা। নিখোঁজের পরিবারের সদস্যদের থেকে নেওয়া হবে সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

advertisement

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট

এই নিয়ে সিউড়ির নগরীর ঝোড়ো এলাকার নিখোঁজ লাবলু মালের দাদা সঞ্জীব হাজরা বলেন, “যাতে দাদাকে খুঁজে পাই সেই জন্য যাচ্ছি। ডিএনএ টেস্টও হতে পারে। তাই আমরা যাচ্ছি।” অন্যদিকে, জেলাশাসক বিধান রায় বলেন, “জেলায় এখনও ৬ জন নিঁখোজ। তাঁদের পরিবারকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হল। আমরা সব রকম ভাবে সজাগ৷ এত বড় একটি দুর্ঘটনা, সবাই পাশে থাকুক এটাই কাম্য।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Odisha Train Accident | DNA Test: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল