কাজের ছুটি নিয়ে বাড়িও এসেছিলেন কয়েকদিন আগে। তবে ফের বাড়ি থেকে কাজের উদ্দেশে যাওয়া আর হল না তাঁর। সঠিক সময়ে ট্রেন ধরে ছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই ব্লকের পাহাড়িচকের এই যুবক।
আরও পড়ুন: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের
advertisement
তবে বালাসোর সংলগ্ন বাহানাগা বাজার স্টেশন এলাকায় আপ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর পেয়ে অচিন্ত্যকে বেশ কয়েকবার ফোন করেছিলেন পরিবার থেকে এলাকাবাসী। ফোন বেজেছে বেশ কয়েকবার। তবে ফোন তোলেননি তিনি।
আরও পড়ুন: দুর্ঘটনাস্থল থেকে কবে ফিরবে রাম? কান্নাভেজা চোখে অপেক্ষায় মা! কিন্তু…
তারপর থেকেই নাওয়া-খাওয়া ভুলেছেন মা-বাবা-সহ এলাকার মানুষজন। দুর্ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ হাতড়ে অবশেষে শনাক্ত হয় অচিন্ত্যর মরদেহ।সারাদিন কেঁদে চলেছেন মা। কেঁদে চলেছে পরিবারের অন্যান্যরাও। ছেলে ফিরবে। তবে তাঁর নিথর দেহ। কীভাবে চলবে সংসার উৎকণ্ঠায় প্রতিবেশীরা।
Ranjan Chanda