“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে মিড ডে মিলের সঙ্গে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে ফল। কখনো আপেল কখনো আঙুর কখনো লেবু বেদানা। বিভিন্ন ফল বাচ্চাদের দিয়ে তাদের যে অপুষ্টির অভাব তা দূরূীকরণের চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের সহায়তায় ও স্কুলের তৎপরতা এবং উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাচ্চাদের ম্যাল নিউট্রিশন থেকে সঠিক পুষ্টি যুক্ত খাবার খাইয়ে তাদের মানসিকও শারীরিক বিকাশের দিকে বিশেষ নজর দিয়েছে এই স্কুল।
advertisement
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার বারবার বিভিন্ন স্কুলকে জানিয়েছে বাচ্চারা যাতে সঠিক পুষ্টি পায় তার দিকে নজর দিতে। সেই থেকেই তাদের স্কুল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে বাচ্চাদের হাতে মিড ডে মিলের সঙ্গে তুলে দেওয়া হচ্ছে একটি করে ফলের প্যাকেট। যার মধ্যে থাকছে আপেল আঙুর সহ একাধিক ফল। এই ফল খেলে একদিকে যেমন সম্পূর্ণ পুষ্টি পাবে বাচ্চারা ঠিক তেমনি সঠিক পুষ্টি পেলে তাদের পড়াশোনা ও মানসিক বিকাশের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।
রাহী হালদার





