জন্মাষ্টমী উপলক্ষে মাটিয়ার কচুয়া লোকনাথ মন্দিরে এসেছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। তিনি এদিন মন্দিরে এসে লোকনাথ বাবার মাথায় জল ঢালেন এবং পুজো দেন।
পুজোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বসিরহাটের সাংসদ বলেন, বাবা সবার মঙ্গল করুক। সবাই সুস্থ ও শান্তিতে ভালো ভাবে থাকুক। তাঁকে মন্দিরে দেখে ভিড় জমে যায়।
আরও পড়ুন- পুলিশের বাড়িতেই চোরের হানা! অভিযুক্ত যুবককে ধরে গণপ্রহার এলাকাবাসীদের
advertisement
নুসরত আরও বলেন, এই বছর পুজো দিতে ১০ লক্ষেরও বেশি ভক্তরা এখানে আসবেন। পুলিশ-প্রশাসন অতি সক্রিয়। সব ভক্তরা যাতে ভাল ভাবে পূজো দিতে পারে, সেই ব্যবস্থা করা হবে। বাবা সবাইকে ভাল রাখবেন।
এদিন কচুয়া লোকনাথ মন্দিরে এসে পুজো দিয়ে সরজমিনে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ।
আরও পড়ুন- ট্রেন ধরার জন্য ছুটছিলেন, শিক্ষকের মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলে
তিনি এদিন মন্দিরে এসে লোকনাথ বাবার মাথায় জল ঢালেন। তার পর ধূপ, বাতি দিয়ে পুজো দেন। নিজে হাতে খিচুড়ি ভোগ প্রসাদ ভক্তদেরকে বিতরণ করলেন তিনি।
জিয়াউল আলম