এবারে সুদূর অসম থেকে এনআরসির নোটিস এল নদিয়ায়, আর যা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝের পাড়া এলাকায়। জানা যায়, এলাকার সঞ্জু শেখ ও আরসাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের ৩ তারিখে একটি কাগজ আসে।
অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেননি, পরবর্তী সময়ে কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তাঁরা জানায় এটি অসম থেকে এনআরসি-র নোটিস।
advertisement
আরও পড়ুন: কলা খাওয়ার সময় কি কলার সুতোগুলিও খান? কলার তন্তু পেটে চলে গেলে কী হয় জানুন
শুনেই মাথায় আকাশ ভেঙে পরে সঞ্জু ও আরসাদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের। জানা যায়, গত ১৫ বছর আগে এলাকায় বেশ কিছু যুবক অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে এই সঞ্জু ও আরসাদ শেখও কাজে গিয়েছিলেন।
কিন্তু সঞ্জু শেখ একমাস ও আরশাদ শেখ ১৫ দিন কাজ করে চলে আসেন। তার দীর্ঘ এত বছর পর কীভাবে এই নোটিস এল তা নিয়ে উদ্বেগে সকলেই। তবে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ওই দুই পরিবারের পাশে থাকবেন বলেই জানা গেছে সূত্র মারফত।