TRENDING:

Howrah-Bandel: শুধু হাওড়া নয়, দূরপাল্লার ট্রেন ছাড়তে পারে ব্যান্ডেল স্টেশন থেকেও! হাওড়া নতুন ডিভিশনের শতবর্ষে নতুন আশার আলো

Last Updated:

হাওড়া ডিভিশনে বেশ কিছু প্ল্যাটফর্ম  থেকে যাত্রীদের ওঠা-নামা বেশ কষ্টকর। বিশেষত বয়স্ক ব্যক্তিদের ওঠা-নামা সময় অসুবিধার মধ্যে পড়েন। সেই সমস্যা মেটাতে প্ল্যাটফর্মগুলি উঁচু করা হবে এক-দেড় বছরের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ব্যস্ততম রেলস্টেশন হাওড়া। বহুযাত্রীর দৈনন্দিন জীবন নির্ভর করে এর উপর। ১৯২৫ সালে নতুন ডিভিশনের রূপ নেয় হাওড়া স্টেশন। এ বছর তার শতবর্ষ। একশো বছর পালিত হবে নানা অনুষ্ঠানের মাধ্যমে। এক মাস ধরে চলবে এই অনুষ্ঠান। যার মধ্যে হাওড়া নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে এক মাসের মধ্যে। রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে শতবর্ষ উদযাপনের ছবি আঁকা হবে। কিন্তু সমস্যা মিটবে তো? প্রশ্ন এটাই।
দূরপাল্লার ট্রেন ছাড়তে পারে ব্যান্ডেল স্টেশন থেকেও
দূরপাল্লার ট্রেন ছাড়তে পারে ব্যান্ডেল স্টেশন থেকেও
advertisement

দীর্ঘদিন ধরে অফিস টাইমে লোকাল ট্রেন চলাচলের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। সেই অবস্থার কি সুরাহা হবে? হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানান, ‘ব্যান্ডেলে ইয়ার্ড থেকে কোচিং ডিপো, স্টেশনের উন্নয়ন করা হচ্ছে। যাতে সেখান থেকে উত্তর ভারত ও পূর্ব ভারতের জন্য দূরপাল্লার ট্রেন চালানো যায়। ব্যান্ডেলের পাশে বাঁশবেরিয়ায় গতি শক্তির কার্গো টার্মিনাল তৈরি হচ্ছে। যা এ বছরই চালু করা হবে।’ আগামী দিনে ব্যান্ডেল স্টেশন থেকেও একাধিক দূরপাল্লার ট্রেন চালাতে চায় হাওড়া ডিভিশন।

advertisement

আরও পড়ুন: ‘হামাগুড়ি বাবু’ কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও

আরও পড়ুন: ‘কেউ অশান্তি করবেন না,’ আবারও শান্তিরক্ষার বার্তা মমতার, নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে করলেন সম্মেলন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হাওড়া ডিভিশনে বেশ কিছু স্টেশন প্ল্যাটফর্ম  থেকে যাত্রীদের ওঠা-নামা বেশ কষ্টকর। বিশেষত বয়স্ক ব্যক্তিদের ওঠা-নামা সময় অসুবিধার মধ্যে পড়েন। সেই সমস্যা মেটাতে প্ল্যাটফর্মগুলি উঁচু করা হবে এক-দেড় বছরের মধ্যে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। হাওড়া স্টেশনের অদূরে নবনির্মিত চাঁদমারি ও বেনারস ব্রিজ এই বছর খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিআরএম। অন্যদিকে চলতি বছরের মধ্যে হাওড়া ডিআরএম দফতর সরিয়ে নিয়ে যাওয়া হবে নবনির্মিত ভবনে রেল মিউজিয়ামের পাশে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah-Bandel: শুধু হাওড়া নয়, দূরপাল্লার ট্রেন ছাড়তে পারে ব্যান্ডেল স্টেশন থেকেও! হাওড়া নতুন ডিভিশনের শতবর্ষে নতুন আশার আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল