উত্তর হাওড়ায় কয়েক লক্ষ মানুষ বসবাস করেন। সেই সমস্ত মানুষের কথা ভেবে জল পরিসেবার কাজ। ২০২১ সালে ভোটে জেতার পরেই বিধায়ক গৌতম চৌধুরী উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে কাজ প্রায় শেষের পথে। আর অল্প সময়ের অপেক্ষা, এরপরেই খুব সহজে এবং সঠিক মাত্রায় শুদ্ধ পানীয় জল পাবেন মানুষ।
advertisement
এই নতুন জল প্রকল্প বাস্তবায়িত করতে প্রায় ২৮০ কোটি টাকা খরচ করে কেএমডিএ-র (KMDA) মাধ্যমে কাজ হচ্ছে। উত্তর হাওড়ার গোলাবাড়ি গঙ্গা থেকে জল তুলে পাইপ লাইনের মাধ্যমে সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছনো হবে। প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন গ্যালন জল পরিশুদ্ধ করা হবে। দিনে তিনবার প্রয়োজন মতো সেই জল সরবরাহ করা হবে এলাকায়।
এতদিন হাওড়া পদ্মপুকুর জল প্ল্যান্ট থেকে উত্তর হাওড়ায় প্রায় ৭ কিলোমিটার দূরত্বে জল পৌঁছত। দূর থেকে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছনোর ফলে জলের গতি ছিল কম। সেই কারণে প্রয়োজনের তুলনায় কম জল পেতেন স্থানীয় মানুষ। একই সঙ্গে জল পরিষেবায় নানা সমস্যাও দেখা দিত। ফলে ভোগান্তির শিকার হতে হত এলাকাবাসীদের। এবার নতুন প্রকল্পের হাত ধরে দুর্দশা থেকে মুক্তি পেতে চলছেন উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডের প্রায় ৫ লক্ষ মানুষ। গোলাবাড়ি থেকে ঘুশুড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পাইপ লাইন পাতার কাজ শেষের পথে। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রায় ৫৫ হাজার পানীয় জল সংযোগ করা হবে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, আগামী গ্রীষ্মকালে আর মানুষকে জলের জন্য কষ্ট করতে হবে না। গরমের আগেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। উত্তর হাওড়ার মানুষ নতুন পানীয় জল প্রকল্পের আওতায় পানীয় জল পাবেন।





