মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। এদিন হামসফর এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে মালা, ফুলের তোরা ও ভারতীয় তেরঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হামসফর ট্রেনের চালককে। প্রায় ৬৪ বছর পর আবার উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার সরাসরি হামসফর এক্সপ্রেস এর মাধ্যমে যোগাযোগ শুরু হল। নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি।
advertisement
আরও পড়ুন: সব থেকে এগিয়ে জেলা! জল জীবন মিশনের কাজের তদারকিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল
উল্লেখ্য এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে যেতে গেলে জেলার মানুষের কাছে দুটি ভরসা ছিল হয় হাওড়া কিংবা শিয়ালদাহ এগিয়ে ট্রেনে চাপা আর না হলে নবদ্বীপ ধাম স্টেশন থেকে কামরূপ অথবা তিস্তা তোর্সা এক্সপ্রেসে টিকিট কেটে ওঠা। তবে এই রুটে শুধুমাত্র দুটি মাত্র দৈনিক ট্রেন থাকার কারণে টিকিট পাওয়া কার্যতা অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে এবার শিয়ালদহ থেকে রানাঘাট কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন চালু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই নদিয়া বাসীকে কাছে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
Mainak Debnath





