TRENDING:

Nadia News: রানাঘাট-কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গে ট্রেন, খুশিতে পুষ্পস্তাবক দিয়ে সংবর্ধনা লোকো পাইলটকে

Last Updated:

ছয় দশক বাদে রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হল উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন। হামসফর এক্সপ্রেসের প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: নদিয়াবাসীর জন্য জন্য সুখবর! এবার থেকে রানাঘাট, কৃষ্ণনগরের উপর দিয়েই চালু হল উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন হামসফর এক্সপ্রেস। ছয় দশক বাদে রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হল উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন। ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে।
advertisement

মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। এদিন হামসফর এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে মালা, ফুলের তোরা ও ভারতীয় তেরঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হামসফর ট্রেনের চালককে। প্রায় ৬৪ বছর পর আবার উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার সরাসরি হামসফর এক্সপ্রেস এর মাধ্যমে যোগাযোগ শুরু হল। নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি।

advertisement

আরও পড়ুন: সব থেকে এগিয়ে জেলা! জল জীবন মিশনের কাজের তদারকিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

উল্লেখ্য এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে যেতে গেলে জেলার মানুষের কাছে দুটি ভরসা ছিল হয় হাওড়া কিংবা শিয়ালদাহ এগিয়ে ট্রেনে চাপা আর না হলে নবদ্বীপ ধাম স্টেশন থেকে কামরূপ অথবা তিস্তা তোর্সা এক্সপ্রেসে টিকিট কেটে ওঠা। তবে এই রুটে শুধুমাত্র দুটি মাত্র দৈনিক ট্রেন থাকার কারণে টিকিট পাওয়া কার্যতা অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে এবার শিয়ালদহ থেকে রানাঘাট কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন চালু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই নদিয়া বাসীকে কাছে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রানাঘাট-কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গে ট্রেন, খুশিতে পুষ্পস্তাবক দিয়ে সংবর্ধনা লোকো পাইলটকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল