টাকি রোডে নতুন করে এমন দুর্ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি এলাকায়। নতুন করে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কেননা এই দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বাইক আরোহীও।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দশমীর সকাল থেকেই খেলা শুরু! কী হবে দক্ষিণবঙ্গে? এল আবহাওয়ার মেগা আপডেট
advertisement
ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় টাকি রোডের পূর্বে ইছাপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। ঠিক সেই সময় ছোট একটি রাস্তা থেকে যাত্রী বোঝায় একটি টোটো টাকি রোডে উঠতে গেলে আচমকা চারচাকা গাড়ি চালক বিষয়টি দেখতে পান। তখন তিনি ওই টোটোটিকে বাঁচানোর চেষ্টা করলে চারচাকা গাড়িটি উল্টে যায়।
অন্যদিকে ঘটনার সময় বসিরহাটের দিক থেকে বারাসাতের দিকে আসা ওই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকের সঙ্গে ধাক্কা মারে। এরপর আবার গাড়িটি দোকানের মধ্যে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।