TRENDING:

টোটোকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! চারচাকা গাড়ির সঙ্গে যা ঘটল টাকি রোডে, জানুন

Last Updated:

একের পর এক দুর্ঘটনায় বারবার আলোচনায় আজকের দেখা যায় টাকি রোডকে। আরে পুজোর সময়েও দুর্ঘটনা এড়াতে পাড়ল না টাকি রোড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কদম্বগাছি, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: একের পর এক দুর্ঘটনায় বারবার আলোচনায় আজকের দেখা যায় টাকি রোডকে। আরে পুজোর সময়েও দুর্ঘটনা এড়াতে পাড়ল না টাকি রোড। এবার একটি টোটোকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চারচাকা গাড়ি। যে ঘটনায় আহত হন গাড়ির চালক সহ মোট ১০ জন। আহত ব্যক্তিদের বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
টাকি রোড
টাকি রোড
advertisement

টাকি রোডে নতুন করে এমন দুর্ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি এলাকায়। নতুন করে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কেননা এই দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বাইক আরোহীও।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দশমীর সকাল থেকেই খেলা শুরু! কী হবে দক্ষিণবঙ্গে? এল আবহাওয়ার মেগা আপডেট

advertisement

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় টাকি রোডের পূর্বে ইছাপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। ঠিক সেই সময় ছোট একটি রাস্তা থেকে যাত্রী বোঝায় একটি টোটো টাকি রোডে উঠতে গেলে আচমকা চারচাকা গাড়ি চালক বিষয়টি দেখতে পান। তখন তিনি ওই টোটোটিকে বাঁচানোর চেষ্টা করলে চারচাকা গাড়িটি উল্টে যায়।

advertisement

আরও পড়ুন: দুবাইয়ের রাজবাড়ি, কাঁচের উপর হেঁটে মণ্ডপে প্রবেশ! থিমের ছড়াছড়ির মাঝে খড়গপুরে ‘এই’ ৪ পুজো না দেখলে বড্ড মিস করবেন

অন্যদিকে ঘটনার সময় বসিরহাটের দিক থেকে বারাসাতের দিকে আসা ওই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকের সঙ্গে ধাক্কা মারে। এরপর আবার গাড়িটি দোকানের মধ্যে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটোকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! চারচাকা গাড়ির সঙ্গে যা ঘটল টাকি রোডে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল