TRENDING:

সামান্য টাকার হিসাব নিয়ে বচসা! কানে কামড়, কান ছিঁড়ে মুখে নিয়ে বাজার ঘুরল যুবক

Last Updated:

হাতাহাতির মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনাটি। হঠাৎই গোবিন্দ মণ্ডল হিমাদ্রির কানে হিংস্রভাবে কামড় বসিয়ে দেন এবং কানের পাতা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: টাকার বিবাদে কানে কামড়! স্বরূপকাঠি বাজারে রক্তাক্ত হিংসা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি বাজার এদিন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। সামান্য টাকার লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তির কানে কামড় বসিয়ে তা কেটে নেওয়ার রোমহর্ষক ঘটনা চমকে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের।
হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক
হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক
advertisement

ঘটনার সূত্রপাত দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠির বাসিন্দা গোবিন্দ মণ্ডল এবং পাশের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া গ্রামের বাসিন্দা হিমাদ্রি বর্মনের মধ্যে। জানা গিয়েছে, স্বরূপকাঠি বাজারে গোবিন্দ মণ্ডলের একটি পোলট্রি দোকান রয়েছে। সেখানেই দু’জনের মধ্যে টাকার কিছু হিসাব নিয়ে বচসা বাঁধে। ক্রমে উত্তেজনা এতটাই চরমে পৌঁছয় যে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে গড়ায় পরিস্থিতি।

advertisement

আরও পড়ুন: ইডেন গার্ডেন থেকে সেবকের করোনেশন ব্রিজ! সব এবার একজায়গায়! সুযোগ পেতেই এখন ছবি তোলার হিড়িক শিলিগুড়িতে

আর এই হাতাহাতির মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনাটি। হঠাৎই গোবিন্দ মণ্ডল হিমাদ্রির কানে হিংস্রভাবে কামড় বসিয়ে দেন এবং কানের পাতা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেঁড়া কানের অংশ মুখে নিয়ে ঘোরাফেরা করছিলেন গোবিন্দ! প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে পড়লেও, কেউই ওই সময় তাঁকে থামাতে পারেননি। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্ত গোবিন্দ মণ্ডলকে আটক করে নিয়ে যায়। আহত হিমাদ্রি বর্মনকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে পাঠানো হয় হিঙ্গলগঞ্জের নয় নম্বর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র গায়েন ঘটনার নিন্দা করে বলেন, “আইন অনুযায়ী প্রশাসন যা করার করবে, তবে আমরা চাই দোষী যেন উপযুক্ত শাস্তি পায়।” তবে শুধুই কী টাকার লেনদেনের জেরে এতটা হিংসাত্মক হামলা? না কী এর পেছনে রয়েছে পুরনো কোনও শত্রুতার রেস? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সামান্য টাকার হিসাব নিয়ে বচসা! কানে কামড়, কান ছিঁড়ে মুখে নিয়ে বাজার ঘুরল যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল