সম্প্রতি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন সৌরভ। রাইট উইংয়ে খেলে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি একটি গোলও করেন তিনি। সেই গোলেই চ্যাম্পিয়ন হয় ভারত। দেশের হয়ে খেলে মেডেল জিতে ফিরেছেন এই তরুণ ফুটবলার। সৌরভের জীবনসংগ্রামও কিন্তু কম অনুপ্রেরণামূলক নয়।
আরও পড়ুন: সাপ-মানুষে সংঘাত কমাতে অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুরের যুবকের! যা করছেন, জানলে আপনিও কুর্নিশ জানাবেন
advertisement
ছোটবেলাতেই বাবা মৃণাল মাইতি পরিবার ছেড়ে চলে যান। এরপর থেকেই কঠিন লড়াই শুরু। মা সোমা মাইতি দোকানে কাজ করে সংসার চালান। দাদু-দিদার কাছেই বড় হয়ে ওঠা সৌরভ ছোটবেলায় ক্রিকেট ভালবাসলেও, উত্তর ২৪ পরগনার বিদ্রোহী ক্লাবের বড়দের ফুটবল খেলতে দেখে ও তাঁদের উৎসাহে ফুটবলের প্রতি আগ্রহ জন্মায়। এরপর পায়ে বল নিয়ে মাঠে নেমে পড়াই হয়ে ওঠে তাঁর নেশা। বারাসাত বনমালিপুর প্রিয়নাথ বয়েজ স্কুলের ছাত্র সৌরভ বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। এর আগে তিনি কলকাতা লিগের ফোর্থ ডিভিশনেও খেলেছেন। আদর্শ হিসেবে তিনি মানেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ভারতের কিংবদন্তি সুনীল ছেত্রীকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশের হয়ে নিয়মিত খেলার স্বপ্ন দেখেন সৌরভ। তাঁর কথায়, “অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি। মা, দাদু-দিদার জন্যই আজ এখানে পৌঁছনও। দেশের জার্সিতে খেলতে পারাই সবচেয়ে বড় গর্ব। পাড়ার ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্রোহী ক্লাব কর্তৃপক্ষ ও এলাকার মানুষ।” তাঁদের আশা, ফুটবল পায়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিশা দেখাবে বারাসাতের এই লড়াকু ফুটবল তারকা। তাকে দেখেই আজ এলাকার বহু তরুণ প্রজন্ম উৎসাহ পাবে বলেও মনে করেন অনেকে।





