TRENDING:

মাটিয়ায় 'খিলাড়ি' রেস্তোরাঁর মালিক? কাজে যোগ দেওয়া নাবালকের সঙ্গে যা করলেন! জানলে রাগে ফুঁসবেন আপনিও

Last Updated:

রেস্তোরাঁয় কাজে যোগ দেওয়াই যে তার কাছে কাল হয়ে দাঁড়াবে তা তার কোনওদিন ভাবা ছিল না। কেননা যে ঘটনা ঘটে তাতে অভিযোগ অনুযায়ী 'খিলাড়ি' হয়ে দাঁড়ালেন রেস্তোরাঁর মালিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়া, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: সামনেই পুজো আর পুজোর সময় মোবাইল কেনার সখ ছিল ১৬ বছর বয়সী এক ছাত্রের। তবে সখ থাকলেও তো আর সেই সখ সব সময় পূরণ হয় না, পূরণ হয় না মূলত টাকার কারণে। যদিও যে ছাত্রের কথা বলা হচ্ছে সেই ছাত্র নিজের সখ পূরণের জন্য একটি রেস্তোরাঁয় কিছুদিনের জন্য কাজে যোগ দিয়েছিল। তবে সেই রেস্তোরাঁয় কাজে যোগ দেওয়াই যে তার কাছে কাল হয়ে দাঁড়াবে তা তার কোনওদিন ভাবা ছিল না। কেননা যে ঘটনা ঘটে তাতে অভিযোগ অনুযায়ী ‘খিলাড়ি’ হয়ে দাঁড়ালেন রেস্তোরাঁর মালিক।
ছাত্রের রহস্য মৃত্যুতে প্রতিবাদ
ছাত্রের রহস্য মৃত্যুতে প্রতিবাদ
advertisement

কাজে যোগ দেওয়ার পর ১৬ বছর বয়সী দশম শ্রেণীর ওই ছাত্র শুভজিৎ মন্ডলের পরিবার শনিবার গভীর রাতে খবর পায়, দুর্ঘটনায় মারা গিয়েছে শুভজিৎ। এমন খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই শুভজিতের পরিবার ভেঙে পড়ে। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মনে করছে না শুভজিতের পরিবার। তাদের দাবি শুভজিৎকে খুন করা হয়েছে।

আরও পড়ুন: কন্যাসন্তান হওয়ায় আনন্দে আত্মহারা দাদু! ‘হিরের আংটি’কে ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়ি তুলল পরিবার, দেখে অবাক সবাই

advertisement

শুভজিৎকে খুন করা হয়েছে এমন দাবির পরিপ্রেক্ষিতে তার পরিবারের সদস্যরা উত্তর ২৪ পরগনার মাটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে মূলত রেস্তোরাঁর মালিকের দিকে আঙ্গুল তোলা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, টাকা চাওয়ায় শুভজিৎকে খুন করেছেন রেস্তোরাঁর মালিক।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বিরতি নিয়েছে বৃষ্টি, উত্তরবঙ্গে হুঁশিয়ারি! কী হবে? জানিয়ে দিল IMD

advertisement

মাটিয়া থানার পুলিশ মৃত ছাত্রের পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত রেস্তোরাঁর মালিক তাপস মন্ডলকে রবিবার রাতে গ্রেফতার করে। পরিবারের সদস্যদের দাবি অভিযুক্তের কঠোর থেকে কঠোর শাস্তি। মঙ্গলবার অভিযুক্তে আদালতে তোলা হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাটিয়ায় 'খিলাড়ি' রেস্তোরাঁর মালিক? কাজে যোগ দেওয়া নাবালকের সঙ্গে যা করলেন! জানলে রাগে ফুঁসবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল