কাজে যোগ দেওয়ার পর ১৬ বছর বয়সী দশম শ্রেণীর ওই ছাত্র শুভজিৎ মন্ডলের পরিবার শনিবার গভীর রাতে খবর পায়, দুর্ঘটনায় মারা গিয়েছে শুভজিৎ। এমন খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই শুভজিতের পরিবার ভেঙে পড়ে। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মনে করছে না শুভজিতের পরিবার। তাদের দাবি শুভজিৎকে খুন করা হয়েছে।
advertisement
শুভজিৎকে খুন করা হয়েছে এমন দাবির পরিপ্রেক্ষিতে তার পরিবারের সদস্যরা উত্তর ২৪ পরগনার মাটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে মূলত রেস্তোরাঁর মালিকের দিকে আঙ্গুল তোলা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, টাকা চাওয়ায় শুভজিৎকে খুন করেছেন রেস্তোরাঁর মালিক।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বিরতি নিয়েছে বৃষ্টি, উত্তরবঙ্গে হুঁশিয়ারি! কী হবে? জানিয়ে দিল IMD
মাটিয়া থানার পুলিশ মৃত ছাত্রের পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত রেস্তোরাঁর মালিক তাপস মন্ডলকে রবিবার রাতে গ্রেফতার করে। পরিবারের সদস্যদের দাবি অভিযুক্তের কঠোর থেকে কঠোর শাস্তি। মঙ্গলবার অভিযুক্তে আদালতে তোলা হবে।