TRENDING:

Sandeshkhali Accident: শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে লরির ধাক্কা! সন্দেশখালিতে দুর্ঘটনা ঘিরে রহস্য, মৃত ২

Last Updated:

এই দুর্ঘটনা অন্য মাত্রা পেয়েছে মৃত এবং আহতদের সঙ্গে সিবিআই-এর হাতে ধৃত সন্দেশখালির একসময়ের ত্রাস শেখ শাহজাহানের যোগ উঠে আসায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, সন্দেশখালি: উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির বয়রামারি এলাকায় বাসন্তী হাইওয়ের উপরে মর্মান্তিক দুর্ঘটনা৷ গাড়িতে ধাক্কা মারল উল্টো দিক থেকে আসা বেপরোয়া ট্রাক৷ ঘটনাস্থলেই মৃত্যু গাড়ির এক যাত্রী এবং চালকের৷ গুরুতর আহত হন আরও একজন৷
সন্দেশখালিতে ভয়াবহ দুর্ঘটনা৷
সন্দেশখালিতে ভয়াবহ দুর্ঘটনা৷
advertisement

কিন্তু এই দুর্ঘটনা অন্য মাত্রা পেয়েছে মৃত এবং আহতদের সঙ্গে সিবিআই-এর হাতে ধৃত সন্দেশখালির একসময়ের ত্রাস শেখ শাহজাহানের যোগ উঠে আসায়৷দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি শাহজাহানের বিরুদ্ধে করা সিবিআই-এর মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের৷ দুর্ঘটনায় ভোলা ঘোষ প্রাণে বাঁচলেও তাঁর ছেলে সত্যজিতের মৃত্যু হয়েছে৷ মৃত্যু হয়েছে গাড়ি চালক শাহনুর মোল্লারও৷

ভোলা ঘোষের পরিবারেরও অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়৷ মামলার অন্যতম প্রধান সাক্ষীকে সরিয়ে দিতে ইচ্ছে করেই ট্রাক দিয়ে গাড়িতে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ ভোলা ঘোষের পরিবারের৷ তাঁদের আরও অভিযোগ, ট্রাকটির চালক আলিম মোল্লাও শাহজান ঘনিষ্ঠ এবং সন্দেশখালির বাসিন্দা বলেই অভিযোগ ভোলা ঘোষের পরিবারের৷ পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অন্যদিকে আহত ভোলা ঘোষকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অবশ্য তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ এ দিনও ছোট ছেলে সত্যজিৎকে নিয়ে বসিরহাট আদালতেই যাচ্ছিলেন ভোলা ঘোষ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা জঙ্গলের মহাকাল সাফারির সময় পরিবর্তন! গাইড থেকে পর্যটক, সকলেই চিন্তিত
আরও দেখুন

বাড়ি ফিরে ভোলা ঘোষ বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘শেখ শাজাহান এখনো জেলে বসে ফোন করে তাদের লোকদের নির্দেশ দেয়। আমাকে মেরে ফেলার টার্গেট অনেকদিন ধরেই করা হয়েছিল। মাঝেমধ্যে লোককে দিয়ে হুমকি দেওয়ানো হতো। প্রশাসনকে জানিয়েছিলাম। রাস্তায় এইভাবে মেরে ফেলার চেষ্টা হবে বুঝতে পারিনি। সকালে যখন বাড়ি থেকে বেরোই আমাকে ফলো করে কয়েকজন খবর দিয়েছিল আমি নিশ্চিত। ঘাতক গাড়ির মধ্যে থাকা আলমকে আমি দেখতে পেয়েছি। ও শেখ শাহজাহানের লোক। আমি শাহজাহানের সঙ্গে ব্যবসা করতাম। পরবর্তীতে সমস্যা হয় আমি সরে যাই। আমাকে তখন থেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। ধর্ষণ মামলার শুনানিতেই আজকে কোর্টে যাচ্ছিলাম। সবার নাম দিয়ে এসেছি থানায়।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Accident: শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে লরির ধাক্কা! সন্দেশখালিতে দুর্ঘটনা ঘিরে রহস্য, মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল