TRENDING:

Hooghly News: চুঁচুড়ার ফ্ল্যাটে ভাঙা হল দরজা! ভিতরে যে দৃশ্য দেখল এলাকাবাসী, সকলের মাথায় হাত! কার দেহ ভিতরে?

Last Updated:

Hooghly News: প্রতিদিনের মতো আজ সকালেও নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে আসেন সংবাদপত্র বিক্রেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: অস্বাভাবিক মৃত্যু ফ্ল্যাটে আবাসনের দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধের দেহ। একা থাকতেন চুঁচুড়ার ফ্ল্যাটে। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মনিকোঠার একটি আবাসনে একাই থাকতেন বছর ৭৫ এর বৃদ্ধ অমল চক্রবর্তীতিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেনতা স্ত্রী প্রয়াত হয়েছে কয়েক বছর আগেনিঃসন্তান ছিলেন বৃদ্ধতার কয়েকজন আত্মীয় চুঁচুড়াতেই থাকেন।

advertisement

প্রতিদিনের মতো আজ সকালেও নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে আসেন সংবাদপত্র বিক্রেতা। অন্যান্য দিন বেল বাজালে অমল বাবু দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু আজ একাধিকবার বেল বাজানোর পরও কোন সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকেন এবং ঘটনাটি জানান।

advertisement

আরও পড়ুন: ‘কমিশন ও ভারতের গণতন্ত্রের ছবি নষ্ট করছেন’, এসআইআর ইস্যুতে বিরোধীদের দিকেই আঙুল তুললেন অমিত শাহ

প্রতিবেশীরাও একাধিকবার ডাকাডাকি করায় বৃদ্ধের কোন সারা শব্দ পাননি। অবশেষে তাঁরা পুলিশকে খবর দেন। অমলবাবুর একমাত্র ভাইপো তাকেও ফোন করে পুরো ঘটনার কথা জানানো হয় ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে বৃদ্ধ বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে

advertisement

পুলিশের সহায়তায় তৎক্ষণাৎ তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কী ভাবে মৃত্যু জানতে দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
সারা বছর ব্যাপক চাহিদা! জাপান খ্যাত সুশি ম্যাট তৈরি হচ্ছে মালদহে, হচ্ছে অঢেল লাভ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চুঁচুড়ার ফ্ল্যাটে ভাঙা হল দরজা! ভিতরে যে দৃশ্য দেখল এলাকাবাসী, সকলের মাথায় হাত! কার দেহ ভিতরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল