আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসের মধ্যেই অবশ্য সন্দেশখালিতে যে ঘটনা ঘটল তা চোখে জল আনার মতো। মাত্র কয়েক মিনিটের ঝড়ে এইভাবে এলাকা লণ্ডভণ্ড হয়ে যাবে তা প্রত্যেকের কাছেই কল্পনাতীত। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কয়েকশ বাড়ি, আহত হয়েছেন ছয় জন। যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে চিকিৎসার জন্য। এছাড়াও এই ঘটনায় আরও বেশ কয়েকজন রয়েছেন যারা ছোটখাট চোট পেয়ে বাড়িতে চিকিৎসাধীন।
advertisement
আরও পড়ুন: জেলায় প্রথম, মায়ের বিসর্জনে গঙ্গায় অভিনব প্রযুক্তি! দেখেই অবাক বাসিন্দারা, জানুন কী
বিজয়া দশমীর দিন সন্দেশখালীর পাথরঘাটা গ্রামে কয়েক মিনিটের ঝড়ের এমন তাণ্ডব দেখেন এলাকার বাসিন্দারা। ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয় পঞ্চায়েত ও বিধায়কের তরফে ক্ষতিগ্রস্ত মানুষগুলির জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। তবে ত্রিপলের ব্যবস্থা করা হলেও ত্রাণের কোনওরকম ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন: থিমের পুজোয় আলাদা চমক, দেখতে ভিড় জমালেন ভিন রাজ্যের দর্শনার্থীরাও! ছবিতে দেখুন
কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি, বড় বড় গাছ, চাষের জমি। প্রচুর বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় ত্রাণ ও সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। ত্রাণ সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে শুক্রবার প্রশাসনিকভাবে এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছে প্রশাসন।